শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রীদের খাবারের তালিকায় পরিবর্তন আনছে বিমান কর্তৃপক্ষ


Published: 2017-03-25 05:29:07 BdST, Updated: 2024-04-20 15:12:26 BdST

বিওয়াচ প্রতিবেদক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক রুটে চলাচলকারী সব ফ্লাইটের যাত্রীদের খাবারের তালিকায় পরিবর্তন আনছে বিমান কর্তৃপক্ষ। একই সাথে নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে ইন-ফ্লাইট সার্ভিস সুবিধাও। সেবার মানোন্নয়নে স্বাধীনতা দিবসের দিন থেকে এই সুবিধা শুরু করতে যাচ্ছে রাস্ট্রীয় এ প্রতিষ্ঠানটি।

আজ বৃহস্পতিবার বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারে (বিএফসিসি) আয়োজিত এক অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. এম. মোসাদ্দিক আহমেদ এ কর্মসূচির উদ্বোধন করেন বলে বিমানের জনসংযোগ বিভাগের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিমানের এমডি বলেন, বিমানের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক পরিবর্তনের মধ্য দিয়ে আকর্ষণীয় সেবা দিতে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। এখন থেকে লন্ডন রুটে বিমানের নন-স্টপ ফ্লাইটে বিজনেস ক্লাসের যাত্রীরা বিশ্বমানের যে কোন এয়ারলাইন্সের মতো ‘এ লা কার্ট মেন্যু’র বিচিত্র খাদ্য সম্ভার থেকে পছন্দ অনুযায়ী খাবার গ্রহণ করতে পারবেন। এছাড়া এই রুটে বিজনেস ক্লাসের যাত্রীরা ‘অল ডে ডাইনিং’ সুবিধার আওতায় ফ্লাইট চলাকালীন যে কোন সময় চাহিদামতো খাবার খেতে পারবেন।

তিনি আরো বলেন, শিগগিরই সব আন্তর্জাতিক রুটে পর্যায়ক্রমে এ সুবিধা চালু করা হবে। অনুষ্ঠানে বিমানের গ্রাহক সেবা বিভাগের পরিচালক আতিক সোবহান বলেন, বিমান বহরে এখন রয়েছে ব্র্যান্ডনিউ বোয়িং ৭৭৭-৩০০ ইআর ও বোয়িং ৭৩৭-৮০০ নিউ জেনারেশন এয়ারক্রাফট। অতীতের যেকোনো সময়ের তুলনায় বিমান বহরের উড়োজাহাজগুলো আধুনিক ও নবীন। এসব উড়োজাহাজে রয়েছে বিশ্বমানের ইনফ্লাইট এন্টারটেইনমেন্টের (IFE) ব্যবস্থা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিমানের মহাব্যবস্থাপক জনসংযোগ শাকিল মেরাজ ও উপ-মহাব্যবস্থাপক বিএফসিসি জামাল উদ্দিন তালুকদার, এফএসএস চৈতী, এফএসএস মল্লিকা, এফএস নেহাল প্রমুখ।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।