বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পোশাক রপ্তানির যুগে মোংলা বন্দর


Published: 2022-07-29 00:49:54 BdST, Updated: 2024-04-25 06:20:12 BdST


নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের তৈরি পোশাক প্রথমবারের মত মোংলা বন্দর দিয়ে বিদেশে পাঠানো হয়েছে; যে দিনটিকে স্মরণীয় বলছেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মার্কস নেসনা নামে পানামার পতাকাবাহী একটি জাহাজ তৈরি পোশাক নিয়ে রওনা হয়। বন্দরের ৮ নম্বর জেটি থেকে ছেড়ে যাওয়া জাহাজটির গন্তব্য পোল্যান্ড। ১৭টি কনটেইনারে ৩৪ টিইউজ গার্মেন্টস পণ্য নিয়ে যাচ্ছে জাহাজটি। ঢাকা ও আশপাশের এলাকার ২৭টি কারখানার তৈরি পোশাক রয়েছে সেখানে।

চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, মোংলা বন্দরের জন্য আজকের দিনটি স্মরণীয়। পদ্মা সেতু উদ্বোধনের পর এক মাসের মধ্যে পদ্মা সেতু হয়ে মোংলা বন্দরের মাধ্যমে তৈরি পোশাক রপ্তানির নবযাত্রা শুরু হল। ভবিষ্যতে বাড়বে। গত ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করার পরদিন সবার জন্য খুলে দেওয়া হয়। সহজ হয়ে যায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগ। চেয়ারম্যান মুসা বলেন, ঢাকা থেকে মোংলা বন্দরের দূরত্ব মাত্র ১৭০ কিলোমিটার। সেখানে ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরের দূরত্ব ২৬০ কিলোমিটার। কিন্তু বিভিন্ন কারণে ঢাকার ব্যবসায়ীরা মোংলা বন্দর ব্যবহার করতেন না। পদ্মা সেতু চালু হওয়ায় তারা আগ্রহী হয়েছেন। মোংলা বন্দর কর্তৃপক্ষও প্রস্তুতি নিয়েছে।

জাহাজ হ্যান্ডলিং দ্রুত ও নিরাপদ করার ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে সময় ও অর্থ দুই-ই সাশ্রয় হওয়ায় ব্যবসায়ীরা আগ্রহী হন। বাংলাদেশে যে পরিমাণ পণ্য রপ্তানি হয়, তার সিংহভাগ যা চট্টগ্রাম বন্দর হয়ে। অবকাঠামো ঘাটতি, সক্ষমতার সীমাবদ্ধতা, ঢাকা থেকে মোংলা পৌঁছানোর ঝক্কিসহ নানা কারণে ব্যবসায়ীদের মধ্যে মোংলা বন্দর ব্যবহারের প্রবণতা এতদিন ছিল কম। যেটুকু বাণিজ্য হত, তার বেশিরভাগটাই আমদানি। মোংলা বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে এ বন্দর দিয়ে ১ কোটি ১৮ লাখ মেট্রিক টন পণ্য আমদানি হয়, আর রপ্তানি হয় ১ লাখ ১৯ হাজার ৪১২ মেট্রিক টন পণ্য।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।