শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিশ্বমানের পণ্য উৎপাদনের তাগিদ শিল্পমন্ত্রীর


Published: 2022-10-17 22:28:09 BdST, Updated: 2024-04-20 00:11:20 BdST


নিজস্ব প্রতিবেদক : নিম্নমানের পণ্য উৎপাদন করে অধিক মুনাফার লোভ না করে বিশ্বমানের পণ্য তৈরির তাগিদ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেছেন, প্রয়োজনে পণ্য উৎপাদন শুরুর আগেই যাচাই-বাছাই করুন। পণ্য বিশ্বমানের করে সেটা বাজারজাত করুন। নিম্নমানের পণ্য থেকে বিরত থাকুন। রোববার (১৬ অক্টোবর) বিশ্ব মান দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ১৪ অক্টোবর (শুক্রবার) ছিল ৫৩তম বিশ্ব মান দিবস। সে উপলক্ষে বিএসটিআই এ আলোচনা সভার আয়োজন করে। সংস্থাটির অডিটরিয়ামে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্প সচিব জাকিয়া সুলতানা এবং এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন।

শিল্পমন্ত্রী আরও বলেন, বিশ্বমানের পণ্যের জন্য সরকারের সব ধরনের সহযোহিতা অব্যাহত থাকবে। শুরু থেকে আমরা ভালো পণ্যের জন্য পর্যাপ্ত সুবিধার দেওয়া চেষ্টা করছি। হালাল পণ্যের সার্টিফিকেট দেওয়া হচ্ছে। দেশে ৭৮টি ল্যাব করা হচ্ছে সহজে পণ্য পরীক্ষার জন্য। তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, তবে আপনাদের সততা থাকতে হবে। রপ্তানির জন্য যেমন পণ্য তৈরি করছেন, দেশের বাজারের জন্য তেমন পণ্য তৈরি করুন। অনেক সময় দুই ধরনের পণ্যে তারতম্য দেখা যায়। বিএসটিআইয়ের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, প্রতিনিয়ত আমাদের ব্যবহৃত পণ্যের সংখ্যা বাড়ছে। এরপর বিএসটিআই কতগুলো পণ্যের মান যাচাই করতে পারছে, কতগুলো বাদ থেকে যাচ্ছে সেটা দেখা দরকার।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।