শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অক্টোবরে মূল্যস্ফীতি কমেছে, বেড়েছে মজুরি : বিবিএস


Published: 2022-11-09 02:57:32 BdST, Updated: 2024-04-26 01:15:07 BdST


নিজস্ব প্রতিবেদক : সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৯১ শতাংশে দাঁড়িয়েছে। গত সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ১০ শতাংশ। একই সময়ে বেড়েছে মজুরি সূচক। সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে মজুরি বেড়েছে শূন্য দশমিক ৫ শতাংশ। অক্টোবরে মজুরি হয়েছে ৬ দশমিক ৯১ শতাংশ, যা সেপ্টেম্বরে ছিল ৬ দশমিক ৮৬ শতাংশ। মঙ্গলবার (৮ নভেম্বর) শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেওয়া অক্টোবর মাসের ভোক্তা মূল্য সূচকের (সিপিআই) হালনাগাদ তথ্যে এমনটা বলা হয়েছে। মূল্যস্ফীতি প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, সেপ্টেম্বর মাসে ৯ দশমিক ১০ ছিল, অক্টোবরে কমে ৮ দশমিক ৯১ শতাংশ হয়েছে। প্রায় ০ দশমিক ২ শতাংশ কমেছে। আমাদের কথা ফলে গেছে। শুধু মূল্যস্ফীতি নয়, ব্যক্তি আয় বেড়েছে। গত মাসে মজুরি সূচক ছিল ৬ দশমিক ৮৬, এখন বেড়ে ৬ দশমিক ৯১ শতাংশ হয়েছে। মূল্যস্ফীতি কমেছে, সামনে আরও কমবে।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমি বলেছিলাম মূল্যস্ফীতি কমবে, সেটাই হয়েছে। আশা করি, সামনে আরও কমবে। বর্তমানে উৎপাদন ব্যাহত হলে শর্টেজ আসবে। আমরা কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছি। সারা বিশ্ব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। নানা সমস্যার পরও প্রবৃদ্ধি ইতিবাচক অবস্থায় আছে। মাঠে ভালো ফসল আছে, এটা ঘরে এলে সামনে মূল্যস্ফীতি আরও কমবে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।