শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ব্যবসা পরিচালনায় সরকারের বিশেষ সহযোগিতা চায় ডিসিসিআই


Published: 2023-01-10 22:46:18 BdST, Updated: 2024-04-20 15:13:02 BdST


নিজস্ব প্রতিবেদক : চলমান বিশ্ব পরিস্থিতিতে দেশের ব্যবসা-বাণিজ্য পরিচালনার জন্য সরকারের বিশেষ সহযোগিতা চেয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নবনির্বাচিত কর্মকর্তারা। সোমবার (০৯ জানুয়ারি) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে ডিসিসিআইয়ের নবনির্বাচিত প্রেসিডেন্ট মো. সামের সাত্তারের নেতৃত্বে পরিষদের পরিচালকরা বৈঠক করে এ সহযোগিতা চান। এসময় সামের সাত্তার ডিসিসিআইয়ের বর্তমান অবস্থা ও কার্যক্রম সম্পর্কে বাণিজ্যমন্ত্রীকে অবহিত করেন। বাণিজ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, বাংলাদেশ ২০২৬ সালে এলডিসি গ্র্যাজুয়েশন করবে, যা ২০২৯ সাল থেকে কার্যকর হবে। তখন বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

বৈঠকে বিভিন্ন দেশের সঙ্গে পিটিএ বা এফটিএ এবং সেফা’র মতো বাণিজ্য সহযোগিতা চুক্তি করে বাণিজ্য সুবিধা আদায়ের ওপর গুরুত্ব আরোপ করা হয়। এসময় ইউরোপিয়ন ইউনিয়নের কাছ থেকে জিএসপি প্লাস সুবিধা আদায়, ভারত-বাংলাদেশ বাণিজ্য সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য ক্ষেত্রে এলসি খোলার সমস্যার সমাধান এবং বিশ্ববাণিজ্য সংস্থার বিধিবিধান কাজে লাগিয়ে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য এগিয়ে নিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করা হয়।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।