শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রণোদনার অর্থ ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছাতে ইকোনমিক স্ট্রাটেজি কমিটি গঠনের প্রস্তাব বিল্ডের


Published: 2020-04-06 01:53:48 BdST, Updated: 2024-04-20 14:46:53 BdST


বিজনেস ওয়াচ প্রতিবেদক:
কোভিড-১৯-এর সম্ভাব্য নেতিবাচক প্রভাব ঠেকাতে প্রধানমন্ত্রী ঘোষিত ৭২ হাজার ৭৫০ কোটি টাকার আর্থিক প্রণোদনা প্যাকেজের প্রশংসা করেছে বেসরকারি খাতের থিংকট্যাংক বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড)। এ পদক্ষেপটি সময়োপযোগী ও অর্থনৈতিক শ্লথগতি মোকাবেলায় সহায়ক উল্লেখ করে প্রণোদনার অর্থ ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছাতে উচ্চ-ক্ষমতাসম্পন্ন ইকোনমিক স্ট্রাটেজি কমিটি গঠনে প্রস্তাব দিয়েছে বিল্ড।
আজ রোববার (৫ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯-এর সম্ভাব্য নেতিবাচক প্রভাব ঠেকাতে অর্থনৈতিক প্রভাব ও অ্যাকশন প্ল্যান ঘোষণা দেয়ার পর এ প্রস্তাব দেয় বিল্ড । তারা বলে, ঘোষণায় কোভিড-১৯ এর কিছু অর্থনৈতিক প্রভাবের উপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন তা বর্তমান প্রবৃদ্ধির ধারা ও বেসরকারি খাতের বিনিয়োগকে সুরক্ষা দিবে। ৭২,৭৫০ কোটি টাকার আর্থিক প্রণোদনা প্যাকেজের পাশপাশি বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত রফতানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) সুবিধা বর্ধিতকরণ, সুদের হার হ্রাস এবং ক্ষতিগ্রস্ত শিল্প ও সেবা খাতের জন্য সহায়তা প্যাকেজ ঘোষণা করায় এ প্রণোদনা প্যাকেজটি নিঃসন্দেহে বেসরকারি খাতের বিনিয়োগের ধারা অব্যাহত রাখবে। তবে বিল্ড মনে করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে এ তহবিলের অর্থ পৌঁছানোই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় একটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন ইকোনমিক স্ট্রাটেজি কমিটি গঠন করার প্রস্তাব দেয়। যাতে বেসরকারি খাতের প্রতিনিধিরা এ কমিটিতে যুক্ত হতে পারেন। বেসরকারি খাতের চেম্বার বা সংগঠনগুলোও এ কমিটিকে তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করতে পারে। এর মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্ত খাত ও শিল্পের কাছে সহায়তা পৌঁছানোর সম্ভাবনা বাড়বে। পাশাপাশি কিছু নির্দিষ্ট খাতে নির্দিষ্ট সময়ের জন্য কর ও মূসক অব্যাহতিও বেসরকারি খাতের জন্য সহায়ক হবে বলে মনে করে বিল্ড।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।