শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঢাকাসহ দেশের ১২টি স্থানে পাওয়া যাচ্ছে কেরুজ হ্যান্ড স্যানিটাইজার


Published: 2020-04-08 07:04:41 BdST, Updated: 2024-04-20 02:13:06 BdST

 

বিজনসে ওয়াচ প্রতিবেদক:

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের(বিএসএফআইসি)সদর দপ্তরসহ দেশের মোট ১২টি স্থানে পাওয়া যাচ্ছে“কেরুজ হ্যান্ড স্যানিটাইজার।  আপতত দেশের বিভিন্ন স্থানে কেরুর যেসব স্থান বিক্রয় কেন্দ্র আছে সেখান থেকেই এই হ্যান্ড স্যানিটাইজার বিক্রি করা হচ্ছে। স্থানগুলো হলো বিএসএফআইসির সদর দফতর, ঢাকার গেন্ডারিয়া, চুয়াডাঙ্গার দর্শনা, খুলনা, যশোর, ফরিদপুর, শান্তাহার, পার্বত্যপূর, শ্রীমঙ্গল, পাবনা, ময়মনসিংহ এবং চট্টগ্রাম। এ বাইরে ঢাকার বিভিন্ন ওষুধের দোকান যেমন মগবাজারের আমানত ফার্মেসী, লাজফার্মা, উত্তরা ক্রিসেন্ট হসপিটাল ফার্মাসী এবং ক্যান্সার হসপিটালের ফার্মাসীতে এ জীবাণুনাশক পাওয়া যাচ্ছে বলে চিনি ও খাদ্য শিল্প করপোরেশন সুত্রে জানা গেছে। এছাড়াও তারা বিক্রয় প্রতিনিধির মাধ্যমে রাজধানীর বিভিন্ন বাজারে ও দোকানে এ জীবাণুনাশকটি ছড়িয়ে দিতে পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছে।

উল্লেখ্য, স্বাস্থ্য অধিদফতর ও রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) করোনা ভাইরাস প্রতিরোধে সাবান বা অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ার পরামর্শ দিয়েছে। বাংলাদেশে তিনজন করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্তের পর থেকেই হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা বৃদ্ধি পায়। বাড়তি চাহিদা মেটাতে শিল্পমন্ত্রণালেয়র নির্দেশে চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের আওতাধীন রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান কেরু এন্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড এ হ্যান্ড সেনিটাইজার তৈরি করার কাজ সফলভাবে সম্পন্ন করে। গত ২৩ মার্চ তারা প্রাথমিকভাবে‘কেরুজ হ্যান্ড স্যানিটাইজার ’ নামে এই জীবাণুনাশক পরীক্ষামূলক বাজারে নিয়ে আসে। এর কয়েক দিনের মধ্যে কেরুর হ্যান্ড স্যানিটাইজার স্বল্পমূল্যে সবার হাতে পৌঁছানোর উদ্যোগ গ্রহণ করে এই প্রতিষ্ঠানটি।

প্রসঙ্গত হ্যান্ড সেনিটাইজার তৈরিতে প্রয়োজন হয় অ্যালকোহলের।দেশের সবচেয়ে ঐতিহ্যবাহী সরকারি শিল্প প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি চিনি উৎপাদনের সাথে বিশ্বমানের অ্যালকোহল উৎপাদন করে আসছে।এ কারণেই সুলভমূল্যে ভোক্তাদের কাছে হ্যান্ড সেনিটাইজার দ্রুততার সাথে বাজারে নিয়ে আসতে পেরেছে তারা। প্রতি ১০০মি.লি সাইজের এই লিকুইড বোতলটির দাম মাত্র ৫০ টাকা।

 

 

 

 

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।