শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সবাইকে ঘরে অবস্থানের আহবান শিল্প প্রতিমন্ত্রীর


Published: 2020-04-13 23:24:12 BdST, Updated: 2024-04-19 17:58:54 BdST

বিজনেস ওযাচ প্রতিবেদক:

করোনা সংক্রমণ ঠেকাতে সবাইকে নিজ নিজ ঘরে অবস্থানের আহবান জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি বলেন, বিনা প্রয়োজনে মানুষের বাইরে ঘুরে বেড়ানো বন্ধে প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই তারা নিরলসভাবে কাজ করছে। তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করা জনগণের দায়িত্ব। শিল্প প্রতিমন্ত্রী আজ সোমবার (১৩ এপ্রিল)  ঢাকার মিরপুরের ইব্রাহীমপুরে অবস্থিত ইব্রাহীমপুর আদর্শ পল্লীতে দরিদ্র পরিবারের মাঝে খাদ্য ও স্বাস্থ্য-সুরক্ষাসামগ্রী বিতরণকালে সংক্ষিপ্ত বক্তৃতায় এ কথা বলেন।

শিল্প প্রতিমন্ত্রী বলেন, করোনাজনিত ক্রান্তিলগ্নে যারা কর্মহীন হয়ে পড়েছেন তাদের জন্য খাদ্যসহায়তা নিশ্চিত করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সকল জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রতিমন্ত্রী এসময় করোনা পরিস্থিতি মোকাবেলায় গরীব-অসহায় ও নিম্ন আয়ের মানুষদের কল্যানে সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার উদাত্ত আহবান জানান। করোনা পরিস্থিতিতে আয়-রোজগারহীন নিম্নআয়ের মানুষদের সাহায্যার্থে শিল্প প্রতিমন্ত্রীর ব্যাক্তিগত পক্ষ হতে আজ প্রায় দু' হাজার পরিবারকে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১টি সাবান ও ১টি হ্যান্ড স্যনিটাইজার বিতরণ করা হয়। শিল্প প্রতিমন্ত্রীর পক্ষ থেকে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এ সকল উপকরণ বিত্তহীনদের নিকট পৌঁছে দেন। শিল্প প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মদ মোজাম্মেল হক মজুমদার, কাফরুল থানা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব মোঃ আলাউদ্দিন, স্থানীয় রাজনৈতিক হাজী এম এ গফুর, কামাল হোসেন, হাজী মহসিন বাদল, হাজী আবদুল বাতেন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।