শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

 সোমবার রাজশাহী বিভাগের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও বৈঠক


Published: 2020-04-26 21:40:38 BdST, Updated: 2024-04-20 06:06:23 BdST

 

বিজনেস ওয়াচ প্রতিবেদক:

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি নিয়ে রাজশাহী বিভাগে সোমবার ভিডিও কনফারেন্স আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার রাজশাহী বিভাগের জেলাগুলোর করোনা পরিস্থিতি জানবেন প্রধানমন্ত্রী। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা প্রশাসক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন শেখ হাসিনা। অন্যান্য বারের মতো এবারও শুরুতে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দিক নির্দেশনামূলক বক্তব্য দিতে পারেন। এরপর জেলা প্রশাসক ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে স্ব স্ব জেলার অবস্থান জানবেন। ভিডিও কনফারেন্সটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও কয়েকটি বেসরকারি টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ায় সরাসরি স্ট্রিমিং করা হবে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।