মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

পথচলার পূর্তি উদযাপন করলো পূবালী ব্যাংক-ওরাকল


Published: 2022-06-24 10:17:09 BdST, Updated: 2024-03-19 16:13:58 BdST


নিজস্ব প্রতিবেদক : পূবালী ব্যাংক লিমিটেড দীর্ঘদিনের প্রযুক্তি সহযোগী ওরাকল’র (Oracle) সাথে ব্যাংকিং অবকাঠামো এবং ভবিষ্যৎ ব্যাংকিং প্রযুক্তির দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব উদযাপন করছে। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে Celebrating Partnership for Core Banking Infrastructure অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশে পূবালী ব্যাংক লিমিটেড-ই প্রথম ব্যাংক; যারা নিজস্ব জনবল ব্যবহার করে Realtime Online Banking Software প্রস্তুত করেছে এবং এই সফটওয়্যার ব্যবহার করে ব্যাংকের সকল শাখা অনলাইন সেবা প্রদান করছে। পূবালী ব্যাংক লিমিটেড এই পথচলায় ২০০৮ সাল থেকে প্রযুক্তি সহযোগী ওরাকল’র বিভিন্ন পণ্য ও সলিউশন ব্যবহার করে আসছে।

পূবালী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমান, পরিচালকবৃন্দ- মনির উদ্দিন আহমদ, হাবিবুর রহমান, রুমানা শরীফ, এম. কবিরুজ্জামান ইয়াকুব এফসিএমএ (ইউকে), সিজিএমএ, আজিজুর রহমান, রানা লায়লা হাফিজ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শফিউল আলম খান চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আলী, ওরাকলের সিনিয়র সেলস ডিরেক্টর অ্যানি টিও, কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা, সেলস ডিরেক্টর আরশাদ পারভেজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ওরাকল’কে ব্যাংকিং প্রযুক্তি অংশীদার হিসেবে সংযুক্ত করায় অ্যানি টিও পূবালী ব্যাংক লিমিটেড কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। পূবালী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমান বলেন, পূবালী ব্যাংক লিমিটেড সম্মানিত গ্রাহকদের আরও নিরাপদ এবং দ্রুত সেবা প্রদানের লক্ষে সর্বদা নতুন প্রযুক্তির সাথে মেলবন্ধন তৈরি করে। কোর ব্যাংকিং অবকাঠামো ও ভবিষ্যৎ ব্যাংকিং প্রযুক্তির উন্নয়নে নির্ভরযোগ্য কৌশলগত অংশীদার হিসেবে তিনি ওরাকলকে ধন্যবাদ জানান।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।