শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সোনালী ব্যাংক-এটুআই-অলিভিন লিমিটেডের মধ্যে চুক্তি


Published: 2022-09-19 20:51:59 BdST, Updated: 2024-04-19 16:50:21 BdST


নিজস্ব প্রতিবেদক : অনলাইন কাউন্সিলর সার্টিফিকেট সিস্টেমে বিবিধ ফি ও চার্জ সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আদায়ের লক্ষ্যে এসপায়ার টু ইনোভেট (এটুআই), সোনালী ব্যাংক লিমিটেড ও অলিভিন লিমিটেডের মধ্যে একটি ত্রি-পক্ষীয় চুক্তি সই হয়েছে। এ চুক্তির ফলে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন এটুআইয়ের ইনোভেশন ফান্ডের আওতায় বাস্তবায়নাধীন অনলাইন কাউন্সিলর সার্টিফিকেট সিস্টেম ব্যবহার করে নাগরিকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিল থেকে অনলাইনের মাধ্যমে বিভিন্ন প্রত্যয়নপত্র বা সার্টিফিকেট নিতে প্রয়োজনীয় ফি ও চার্জ সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পরিশোধ করতে পারবেন।

রোববার সোনালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের সভা কক্ষে ত্রি-পক্ষীয় এ চুক্তি সই অনুষ্ঠানে সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ, এসপায়ার টু ইনোভেটের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হূমায়ন কবীর এবং অলিভিন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সামাওয়াত উল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। চুক্তি সই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সঞ্চিয়া বিনতে আলী, মো. কামরুজ্জামান খান, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজারসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।