শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রিমিয়ার ব্যাংকের অর্থায়নে কৃষকদের কৃষি ও পল্লী ঋণ বিতরণ


Published: 2022-09-22 21:05:31 BdST, Updated: 2024-04-19 03:27:07 BdST


নিজস্ব প্রতিবেদক : দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এর অর্থায়নে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র এর পরিচালনায় এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের মাঝে প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কক্সবাজার শহরের হোটেল কল্লোলের জায়ান হলে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দি প্রিমিয়ার ব্যাংকের এসইভিপি ও প্রধান কর্মকর্তা, এসএমই এবং কৃষি ঋণ বিভাগ মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ইউনিট প্রধান মো. মনিরুজ্জামান, এসএমই এবং কৃষি ঋণ বিভাগ, ব্যাংকের বারিধারা শাখার ব্যবস্থাপক আব্দুল আজিম, পদক্ষেপ এর নির্বাহী পরিচালক মো. সালেহ বিন সামস ও ৩০০ জন কৃষাণ-কৃষাণী।

অনুষ্ঠানে দশজন কৃষককে চেক প্রদানের মাধ্যমে প্রকাশ্যে কৃষি ঋণ প্রদান করা হয়। প্রধান অতিথি মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন দেশের সমস্ত জনগনকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় এনে ক্ষুদ্র ঋণের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করতে পারলেই বাংলাদেশ সত্যিকার অর্থেই সোনার বাংলায় রুপান্তরিত হবে। প্রিমিয়ার ব্যাংক বর্তমানে সেই কাজটিই করে যাচ্ছে। এর পাশাপাশি দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে কৃষি উৎপাদন বাড়াতে ও প্রান্তিক জনগোষ্ঠীকে উৎপাদনমুখী কাজে সম্পৃক্ত করতে সরকারের পাশাপাশি প্রিমিয়ার ব্যাংক দেশব্যাপি কৃষকদের মাঝে কৃষি ঋণ বিতরণে ভূমিকা রেখে যাচ্ছে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।