শনিবার, ১২ অক্টোবার, ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

ইসলামী ব্যাংকের উদ্যোগে ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ পরিপালন শীর্ষক সভা


Published: 2023-09-07 17:33:57 BdST, Updated: 2024-10-12 14:47:36 BdST


বিজনেস ওয়াচ ডেস্ক : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে ঢাকা ইস্ট, ঢাকা সাউথ ও ঢাকা নর্থ জোনের গ্রাহকদের নিয়ে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন’ শীর্ষক আলোচনা সভা মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য ড. মোহাম্মদ সাইফুল্লাহ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যনেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. নাইয়ার আজম। ব্যাংকের ঢাকা ইস্ট জোন প্রধান মো. আমিনুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ঢাকা সাউথ জোনপ্রধান শিকদার মো. শিহাবুদ্দীন।

মূল বিষয়ের ওপর আলোচনা উপস্থাপন করেন শরিয়াহ সেক্রেটারিয়েট-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ঢাকা নর্থজোন প্রধান বসির আহাম্মদ। কর্মশালায় তিন জোনের নির্বাহী, কর্মকর্তা ও গ্রাহকরা অংশগ্রহণ করেন।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।