শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

‘তরুণদের বাদ দিয়ে ব্যাংকিং খাতের পরিকল্পনা অপ্রাসঙ্গিক হয়ে যাবে’


Published: 2023-09-14 17:37:42 BdST, Updated: 2024-07-27 06:27:35 BdST


নিজস্ব প্রতিবেদক : ব্যাংকিং খাতের পরিকল্পনা করতে তরুণদের অন্তর্ভুক্ত করাকে জরুরি বলে মনে করছেন বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কায়সার হামিদ। তিনি বলেন, আমাদের দেশের জনসংখ্যার বেশির ভাগই তরুণ, যুবক। ব্যাংকিং খাতের পরিকল্পনার সময় তাদেরও অন্তর্ভুক্ত করতে হবে। না হলে এ খাতের পরিকল্পনা অপ্রাসঙ্গিক হয়ে যাবে। এতদিন আমরা কমার্শিয়াল পণ্যে অর্থায়ন করতাম, সেটা ব্যাংকও করছে। কিন্তু অব্যাংক প্রতিষ্ঠানগুলোকে সেখান থেকে বের হয়ে সেবা বিস্তৃত করতে হবে।
বুধবার (১৩ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘এনবিএফআই সংযোগ’ শীর্ষক এক অনুষ্ঠানে এ তথ্য জানান কায়সার হামিদ। বণিক বার্তা ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) সংগঠন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশন (বিএলএফসিএ) এর যৌথ উদ্যোগে এ সংযোগের আয়োজন করা হয়।
কায়সার হামিদ বলেন, ঢাকার বাইরের একটা বড় জনসংখ্যা শরিয়াহ ভিত্তিক লেনদেন পছন্দ করেন। তাদের এ বিশ্বাসকে সমুন্নত রেখে তাদের জন্য ইসলামিক ফাইন্যান্সিং নিয়ে এসেছি। একজন চাকরিজীবী তরুণ হজ্বের পরিকল্পনা করতে পারে আমাদের থেকে অর্থ নিয়ে। যে হজ্বটা তিনি চিন্তা করতেন বৃদ্ধ বয়সে অর্থ জমিয়ে করবেন, তিনি চাইলে আমাদের অর্থায়নে এখনই তা করতে পারছেন। আমরা রিটায়ারমেন্ট সেভিংস স্কিমও নিয়ে আসছি। কিছুদিন হলো সরকার এটা চালু করেছে, আমরা তার আগে করেছি।
এদিন বেলা ১১টার দিকে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দিনব্যাপী ‘এনবিএফআই সংযোগ ২০২৩’ উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘এনবিএফআই সংযোগ ২০২৩।’ দেশে কার্যত শীর্ষ সব এনবিএফআই তাদের সেবা নিয়ে এ সংযোগে অংশগ্রহণ করছে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।