আল-আরাফাহ ইসলামী ব্যাংকে হজ ও ওমরাহ্ সেবা কার্যক্রম শুরু
Published: 2023-09-20 13:18:02 BdST, Updated: 2024-10-12 16:25:03 BdST
বিজনেস ওয়াচ ডেস্ক : আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের শাখাসমূহে হজ ও ওমরাহ্ সেবা কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী প্রধান অতিথি হিসেবে সেবা কার্যক্রম উদ্বোধন করেন। উপব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপব্যস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ, মোহাম্মদ নাদিম, আবেদ আহাম্মদ খান, আবদুল্লাহ আল মামুন এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মুজিবুল কাদের অনুষ্ঠানে বক্তব্য দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী মাহমুদ করিম, আক্তার কামাল, ইঞ্জিনিয়ার মো. হাবীব উল্লাহ, মো. ওবায়দুল ইসলাম, মো. আব্দুর রহিম দুয়ারী, মো. মাজহারুল ইসলাম এবং ব্যাংকের শীর্ষ নির্বাহীবৃন্দ। এ কার্যক্রমের আওতায় হজে গমনেচ্ছুক ব্যক্তিরা হজের রেজিস্ট্রেশন ও ওমরাহ্ সংক্রান্ত সব ধরনের সেবা ব্যাংকের শাখা ও উপশাখা থেকে গ্রহণ করতে পারবেন।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।