স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির চেয়ারম্যান হলেন মোহাম্মদ আবদুল আজিজ
Published: 2024-08-21 22:08:08 BdST, Updated: 2025-04-04 05:07:30 BdST
নিজস্ব প্রতিবেদক: স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও লায়ন মোহাম্মদ আবদুল আজিজ। বুধবার (২১ আগস্ট) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ৩৯৬তম বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে জনাব মোহাম্মদ আবদুল আজিজকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক আজিজ ঐতিহ্যবাহী ঢাকা কলেজ থেকে বাণিজ্যে স্নাতক সম্পন্ন করে ১৯৭২ সালে তাঁর কর্মজীবন শুরু করেন। অক্লান্ত শ্রম এবং নিষ্ঠার মাধ্যমে তিনি স্বল্প সময়ের মধ্যেই নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেন। আজিজ ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের সদস্য তিনি। লায়ন মোহাম্মদ আবদুল আজিজ ১৯৮৫ সালে লায়নস্ ক্লাবস্ ইন্টারন্যাশনালে যোগ দেন এবং ২০০৫-০৬ মেয়াদে ডিস্ট্রিক্ট ৩১৫ বি ২, বাংলাদেশের গভর্নর নির্বাচিত হন। তিনি লায়নস্ ক্লাব অব ঢাকা প্রগ্রেসিভ আই হসপিটাল নামে তিনটি চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।