বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাছউদুল ইসলাম সোনালী ব্যাংকের নতুন জেনারেল ম্যানেজার


Published: 2020-02-05 04:16:02 BdST, Updated: 2024-04-25 14:02:28 BdST

বিজনেস ওয়াচ প্রতিবেদক: মাছউদুল ইসলাম (মাসুদ) জেনারেল ম্যানেজার হিসেবে পদোন্নতি লাভ করে সম্প্রতি সোনালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে যোগদান করেছেন। এর আগে তিনি ব্যাংকের প্রধান কার্যালয়ের ডিসিপ্লিন এন্ড আপীল ডিভিশনে ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৮১ সালে চুয়াডাংগা সরকারী কলেজ হতে বিএসসি এবং ১৯৮৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট বিষয়ে এম.এ ডিগ্রি লাভ করেন। একই বছরে ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে শিক্ষানবীশ অফিসার হিসেবে সোনালী ব্যাংকে যোগদান করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি) হতে ডিএআইবিবি ডিগ্রী অর্জন করেন। সুদীর্ঘ ৩৬ বছরের অধিক চাকুরি জীবনে তিনি বিভিন্ন শাখা, প্রিন্সিপাল অফিস, প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দক্ষতা, নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ব্যাংকিং বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ এবং কর্মশালায় অংশগ্রহণ করেন। মাছউদুল ইসলাম ১৯৬১ সালে ঝিনাইদহ জেলার বাজার গোপালপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিজীবনে তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।