শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজার চাঙ্গা করতে সোনালী ব্যাংকের ২০০ কোটি টাকার বিশেষ তহবিল


Published: 2020-03-11 01:40:42 BdST, Updated: 2024-04-19 10:14:39 BdST


বিজনেস ওয়াচ প্রতিবেদক:
সোনালী ব্যাংক লিমিটেড পুঁজিবাজারে আরও বিনিয়োগের উদ্দেশ্যে ২০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করেছে। বিরাজমান অবস্থার প্রেক্ষাপটে পুঁজিবাজারে বাংলাদেশ ব্যাংকের ১০ ফেব্রুয়ারী জারীকৃত প্রজ্ঞাপনের আলোকে সোনালী ব্যাংক তার নিজস্ব তহবিল হতে পুঁজিবাজারে বিনিয়োগের জন্য ২০০ কোটি টাকার এই বিশেষ তহবিল গঠন করেছে বলে সোনালী ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে সামগ্রীকভাবে শেয়ারবাজারে তারল্য বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা দৃঢ়তর হবে বলে সংশ্লিষ্টরা আশা করেছেন। এদিকে পুঁজিবাজারকে চাঙ্গা করতে ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ হিসেবে ১০ ফেব্রুয়ারি এক সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।