শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন আরও সহজ করলো প্রাইম ব্যাংক


Published: 2020-04-26 20:24:41 BdST, Updated: 2024-04-19 20:13:13 BdST

বিজনেস ওয়াচ প্রতিবেদক:

ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন আরও সহজতর করেছে প্রাইম ব্যাংক। করোনা ভাইরাস পরিস্থিতিতে গ্রাহকরা অনেক বেশি ডিজিটাল ব্যাংকিংয়ের দিকে ঝুঁকে পড়ায়  এ সিদ্ধান্ত নিয়েছে প্রাইম ব্যাংক।  রোববার ২৬ এপ্রিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায় গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং অভিজ্ঞতা আরও আনন্দময় করতে ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন পদ্ধতি আরও সহজতর করেছে প্রাইম ব্যাংক।   এখন থেকে প্রাইম ব্যাংকের ওয়েবসাইট - https://www.primebank.com.bd/altitude_self_register/ - এ গিয়ে কয়েকটি সহজ ধাপ সম্পন্ন করে ১০ মিনিটের কম সময়ে ইন্টারনেট ব্যাংকিং - অলটিচিউট - সার্ভিস গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করা যাবে।  টু-ফ্যাক্টর অথেন্টিকেশন ও এসএমএস ভেরিফিকেশনের মত আধুনিক নিরাপত্তা ব্যবস্থার সাহায্যে প্রাইম ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং - অলটিচিউট - গ্রাহকদের আমানতের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে।

ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে তাৎক্ষণিকভাবে প্রাইম ব্যাংকের অ্যাকাউন্ট ও অন্য ব্যাংকের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার, প্রাইম ব্যাংক ও অন্য ব্যাংকের ক্রেডিট কার্ডের বিল প্রদান, ডিপিডিসি, ডেসকো, মেটলাইফ পেমেন্টট ও মোবাইল রিচার্জ করা যায়। ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে অ্যাকাউন্ট ব্যালেন্স, অ্যাকাউন্ট স্টেটমেন্ট, এফডিআর, ডিপোজিট স্কিম ও লোনের তথ্যসহ আরও অনেক সেবা গ্রহণ করা যায়।

ইন্টারনেট ব্যাংকিং সম্পর্কে প্রাইম ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ বলেন, ডিজিটাল ব্যাংকিং সল্যুশনে প্রাইম ব্যাংক সবসময়ই অগ্রগামী ছিল। আমরা মনে করি, ডিজিটাল ব্যাংকিংই হবে আগামী দিনের ব্যাংকিং। কেননা গ্রাহকরা এখন তাদের বাসা থেকে ২৪ ঘন্টাই ব্যাংকিং সেবা গ্রহণ করতে চায়।”

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।