বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বৈদেশিক বিনিয়োগ বাড়াতে ওয়ান স্টপ সার্ভিস চালুর পরামর্শ


Published: 2018-01-17 22:00:15 BdST, Updated: 2024-04-24 18:52:17 BdST

বিজনেস ওয়াচ প্রতিবেদক: প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) বাড়াতে ওয়ান স্টপ সার্ভিস চালু,কর ব্যবস্থাপনা সহজীকরণ, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং অবকাঠামোখাতের উন্নয়নের সুপারিশ করেছে ব্যবসায়ী, বিশেষজ্ঞ এবং উন্নয়ন সহযোগী সংস্থার কর্মকর্তারা।বাংলাদেশ উন্নয়ন ফোরামের (বিডিএফ) সভায় এফডিআই এবং বেসরকারি বিনিয়োগ আকর্ষণের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টিবিষয়ক এক কর্মঅধিবেশনে এই সুপারিশ তুলে ধরা হয়। 

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, ‘বাংলাদেশে আর্থিক খাতের সূচকগুলোর অবস্থা বেশ ভালো। এর পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগবান্ধব নীতির পর্যাপ্ততা রয়েছে। আবার শিগগিরই দৃশ্যমান হবে ওয়ান স্টপ সার্ভিস (এক দরজায় সব সেবা)। তাই আমি মনে করি-বিদেশীরা এখানে এখন বিনিয়োগ করতে পারেন।’


বুধবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে দু’দিনব্যাপী বিডিএফ সভা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে এর উদ্বোধন করেন।


গওহর রিজভীর সভাপতিত্বে কর্মঅধিবেশনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীর, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক, জাপান আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার (জাইকা) দক্ষিণ এশীয় বিভাগের মহাপরিচালক কিশুরো নাকাজায়া, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ও প্রোগ্রাম ব্যবস্থাপক ড. মো. মাশরুর রিয়াজ, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র (এমসিসিআই) সভাপতি ব্যারিস্টার নিহাদ কবীর, অর্থ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ড. মোহাম্মদ তারেক আলোচনায় অংশ নেন।


অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান ড. কাজী এম আমিনুল ইসলাম।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।