মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিনিয়োগও ভারত-বাংলাদেশ সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ ইস্য : শিল্পমন্ত্রী


Published: 2017-11-03 07:31:55 BdST, Updated: 2024-04-23 16:08:14 BdST

বিজনেস ওয়াচ প্রতিবেদক: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, দ্বিপাক্ষিক বাণিজ্যের পাশাপাশি বিনিয়োগও ভারত-বাংলাদেশ সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু। দক্ষিণ এশিয়ায় ভারতকে বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার উল্লেখ করে তিনি বাণিজ্য ঘাটতি মোকাবেলায় বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে ভারতীয় বিনিয়োগে শিল্প-কারখানা স্থাপন ও এসব কারখানায় উৎপাদিত পণ্য ভারতে পুনরায় রফতানির আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে তিন দিনব্যাপী ভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রদর্শনী ‘ইন্ডি বাংলাদেশ’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।

বাংলাদেশ ও ভারতের মধ্যে গত পাঁচ বছর ধরে বাণিজ্যের পরিমাণ ৭ শতাংশ হারে বাড়ছে উল্লেখ করে

আমু বলেন, ২০১৬-১৭ অর্থবছরে এসে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় সাড়ে ৭ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

তিনি জানান, দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়লেও বর্তমানে ভারতের সঙ্গে বাংলাদেশের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার বাণিজ্য ঘাটতি রয়েছে। এ ঘাটতি মোকাবেলায় তিনি বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে ভারতীয় বিনিয়োগে শিল্প-কারখানা স্থাপনের ওপর জোর গুরুত্ব দেন।

আন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা, ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিএস ভাল্লা, এফবিসিসিআই’র ভারপ্রাপ্ত সভাপাতি শেখ ফজলে ফাহিম, ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) সভাপতি তাসকিন আহমেদ ও ভারতের ইঞ্জিনিয়ারিং এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের চেয়ারম্যান টি এস ভাসিন অনুষ্ঠানে বক্তৃতা করেন।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।