শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এলইডি লাইট বাজারে আনছে ইস্টার্ন টিউবস


Published: 2020-04-10 23:25:51 BdST, Updated: 2024-04-20 19:28:29 BdST

 

বিজনেস ওয়াচ প্রতিবেদক:

শীঘ্রই বাজারে আসছে  ইস্টার্ন  টিউবস লিমিটেডের গুণগত মানসম্পন্ন ও বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি লাইট। এজন্য ৪৮ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে রাজধানীর তেজগাঁয়ে একটি প্লন্টটি স্থাপন করেছে বাংলাদেশ স্টিল এন্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশনের (বিএসইসি) এই শিল্প প্রতিষ্ঠান।  প্রকল্পের আওতায়  তেজগাঁয়ে ছয় তলা ভবন নির্মাণ করে সেখানে এলইডি লাইট উৎপাদন কারখানা স্থাপন করা হয়েছে। ইতোমধ্যে এলইডি লাইট উৎপাদনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি দক্ষিণ কোরিয়া হতে আনা হয়েছে বলে জানিয়েছেন  বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক প্রকৌশলী শামীম আহমেদ। তিনি বলেন,  দক্ষিণ কোরিয়ার হারমোনিকম লিমিটেডের  প্রকৌশলীদের সহযোগিতায় ইতিমধ্যে ইস্টার্ন টিউবসের প্রকৌশলীগণ কারখানায় যন্ত্রপাতি স্থাপন করেছেন। এছাড়া কারখানাটির প্রশাসনিক কাজও এ ভবন থেকেই পরিচালিত হচ্ছে জানান তিনি। প্রকল্পটি চুড়ান্ত ভাবে বাস্তবায়ন হলে  বছরে ৮ লাখ পিস এলইডি লাইট  উৎপাদন ও বাজারজাতকরণ করা সম্ভব হবে।

এ লক্ষ্যে গৃহীত প্রকল্প 'এলইডি লাইট (সিকেডি) অ্যাসেমব্লিং প্লন্ট ইন ইটিএল' এর মাধ্যমে এলইডি লাইট উৎপাদন ও বাজারজাত করার লক্ষে চীন হতে ২ লাখ পিস এলইডি টিউব লাইট ও ২ লাখ পিস বাল্ব কেনা হচ্ছে। ইতিমধ্যে ২ লাখ পিস এলইডি বাল্ব তৈরির কাচামাল আমদানী করা হয়েছে এবং পরীক্ষামূলকভাবে বাল্ব তৈরির কাজ সম্পন্ন করা হয়েছে। শীঘ্রই দক্ষিণ কোরিয়ার নির্মাতা প্রতিষ্ঠান ও শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধির উপস্থিতিতে এলইডি লাইট (সিকেডি) অ্যাসেমব্লিং প্লন্টের আনুষ্ঠানিক উদ্বোধনের পর এটি পূর্ণ সক্ষমতায় এলইডি টিউবলাইট ও এলইডি বাল্ব উৎপাদন করতে সক্ষম হবে বলে আশা করছেন প্রকল্প কর্মকর্তা।

উল্লেখ্য, ইষ্টার্ন টিউবস লিমিটেড ১৯৬৪ সালে জাপানের বিখ্যাত তোশিবা করপোরেশনের কারিগরী সহযোগিতায় ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি ১৯৭২ সালের আগস্ট মাস হতে  বাণিজ্যিকভাবে সিএফএল (কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প) বাল্ব ও টিউব লাইট উৎপাদন ও বাজারজাত শুরু করে। বর্তমানে ইস্টার্ন টিউবস লিমিটেড মানসম্মত ১৫ ওয়াট থেকে ৬৫ ওয়াটের সিএফএল বাল্ব ও বিভিন্ন ধরনের টিউব লাইট উৎপাদন ও বাজারজাত করছে।  

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।