বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে সাত হাজারের বেশি জনবল নিয়োগের ঘোষণা গুগল প্লাস স্টার্টআপের


Published: 2017-03-11 21:02:05 BdST, Updated: 2024-04-24 20:20:51 BdST

বিওয়াচ ডেক্স: যুক্তরাষ্ট্রভিত্তিক গুগল গ্লাস স্টার্টআপ ও স্বাস্থ্যসেবা কোম্পানি ‘অগমেডিক্স’ আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে সাত হাজারের বেশি জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীতে অগমেডিক্স ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোম্পানির নিয়োগ পরিকল্পনা নিয়ে অগমেডিক্সের সহপ্রতিষ্ঠাতা পেলু ট্র্যান এবং কোম্পানির শীর্ষ বিনিয়োগকারী অরবিমেডের অংশীদার (ভেঞ্চার পার্টনার) স্টিভেন ইয়েসিয়েস এখন বাংলাদেশ সফর করছেন। ওই প্রতিনিধি দলটি স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কোম্পানির নিয়োগ পরিকল্পনা নিয়ে আলোচনা করছে। আগামী পাঁচ বছরে অগমেডিক্স ও এর সহযোগীরা ঢাকাসহ সমগ্র দেশ থেকে প্রচুর জনবল নিয়োগ দেবেন, যাঁরা যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের দূরনিয়ন্ত্রিত ব্যক্তিগত সহকারী (রিমোট পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট) হিসেবে দায়িত্ব পালন করবেন। 

ঢাকা সফরকালে প্রতিনিধিদলটি বিভিন্ন সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীর সঙ্গে সাক্ষাৎ করবে।   

অগমেডিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আহমাদুল হকের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।  

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘দেশে এখন বহির্গামী প্রযুক্তির জন্য গন্তব্য এবং দেশের মেধাবী যুবকদের কল্যাণে উদ্ভাবনের ক্ষেত্রে আমাদের শীর্ষ উদাহরণ হচ্ছে অগমেডিক্স। সাত হাজার তরুণ কর্মী নিয়োগের সিদ্ধান্তটি সত্যিই প্রশংসনীয়। আইসিটি মন্ত্রণালয় এলআইসিটি কার্যক্রমের মাধ্যমে অগমেডিক্সের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষিত জনবল সরবরাহ করতে কাজ করছে।’  

অগমেডিক্সের সহপ্রতিষ্ঠাতা পেলু ট্র্যান বলেন, “অগমেডিক্সের পরিচালনা কাজে ও আমেরিকার ডাক্তারদের সঙ্গে মেধাবী স্ক্রাইবদের সংযোগ ঘটাতে বাংলাদেশ একটি আদর্শ জায়গা। অগমেডিক্স সেবার ক্ষেত্রে বাংলাদেশ কেবল ‘স্ক্রাইব’ সরবরাহই করছে না, কোম্পানির মূল ‘অগমেডিক্স সফটওয়্যার’-এর ধারণা থেকে শুরু করে উন্নয়ন, পরীক্ষা, সহযোগিতাসহ সবই করছে।” ২০১২ সাল থেকে চালু হওয়া কোম্পানির পান্থপথ কার্যালয়ে বর্তমানে প্রায় এক ডজন ইঞ্জিনিয়ার ও অন্য সাপোর্ট স্টাফ কাজ করছেন বলেও জানান তিনি।  

অরবিমেডের ভেঞ্চার পার্টনার স্টিভেন ইয়েসিয়েস বলেন, ‘বাংলাদেশ দলের মান নিয়ে আমরা খুবই খুশি এবং তারা অগমেডিক্সের উন্নয়নে অনেক অবদান রাখছে। সানফ্রান্সিসকো, ঢাকা এবং অন্য সহযোগীদের সঙ্গে আমরা ক্রমাগত উন্নতি চালিয়ে যেতে চাই। আমরা চিকিৎসকদের সহযোগিতা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করে যাব, যেখানে চিকিৎসকদের উৎপাদনক্ষমতা ও পেশাগত সন্তুষ্টি আরো বাড়বে।’ 

অগমেডিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আহমাদুল হক বলেন, ‘আমরা বাংলাদেশ থেকে দেশের গণ্ডি পেরিয়ে প্রযুক্তিনির্ভর সেবা দিয়ে যাচ্ছি এবং ব্যাপক সন্তোষজনক মতামত পাচ্ছি। অগমেডিক্স দ্রুতই বিশ্বব্যাপী ব্যবসা সম্প্রসারণ করে যাচ্ছে এবং আইসিটি মন্ত্রণালয় ও হাইটেক পার্ক কর্তৃপক্ষের সহায়তায় আগামী পাঁচ বছরে আমাদের কোম্পানিতে সাত হাজারের বেশি দক্ষ জনবল নিয়োগ দেওয়া হবে।’ 

গত ডিসেম্বরে অরবিমেড দুই কোটি ৩০ লাখ মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে অগমেডিক্সের সঙ্গে কাজ শুরু করে। ২০১২ সালে যাত্রা শুরু করে অগমেডিক্স। বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ইয়ান শাকিল ও সহপ্রতিষ্ঠাতা পেলু ট্র্যান অগমেডিক্সের উদ্যোক্তা। এ উদ্যোগ এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বড় পাঁচটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় এক কোটি ৭০ লাখ মার্কিন ডলারের বিনিয়োগ পেয়েছে। 

বর্তমানে অগমেডিক্স যুক্তরাষ্ট্রের ৩০টির বেশি অঙ্গরাজ্যে প্রাইমারি কেয়ার ডক্টর, স্পেশালিস্ট ও সার্জনদের সেবা দিয়ে আসছে, যাঁরা প্রতিদিন প্রায় পাঁচ হাজার রোগী দেখেন।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।