শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পেট্রোবাংলার ডিমান্ড চার্জ পরিশোধ করছে না পিডিবি


Published: 2023-01-16 22:48:57 BdST, Updated: 2024-04-19 22:28:35 BdST

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) প্রতি ঘনমিটার গ্যাসের অনুমোদিত লোডের বিপরীতে বেঁধে দেওয়া মাত্র ১০ পয়সা বা শূন্য দশমিক ১০ টাকার ডিমান্ড চার্জ পরিশোধ করছে না। সম্প্রতি পেট্রোবাংলার তরফ থেকে জ্বালানি বিভাগকে বিষয়টি জানানো হয়েছে। জ্বালানি বিভাগ বলছে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করতে। যেসব গ্রাহক নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া অর্থ পরিশোধ করবে না, তাদের সংযোগ বিচ্ছিন্ন করে দিতে হবে। তবে বিষয়টি আদৌ পিডিবি বা বিদ্যুৎ উৎপাদনকারীদের ক্ষেত্রে প্রয়োগ করা যাবে কিনা, এ নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ হিসেবে পেট্রোবাংলার তরফ থেকে বলা হচ্ছে, এর আগে বিদ্যুৎ বিল বকেয়া থাকার অভিযোগে অন্তত কোনও বিদ্যুৎকেন্দ্রের সংযোগ বিচ্ছিন্ন করেনি পেট্রোবাংলার কোনও কোম্পানি। পেট্রোবাংলার পরিচালক (অপারেশন) মো. কামরুজ্জামান জ্বালানি বিভাগের বৈঠকে বলেন, ‘বিইআরসি গ্যাসের মূল্যবৃদ্ধির সময় পিডিবিকে একটি ডিমান্ড চার্জ বেঁধে দেয়। কিন্তু নিয়ম অনুযায়ী এই ডিমান্ড চার্জ পরিশোধ করছে না পিডিবি।’ জ্বালানি বিভাগ থেকে বলা হয় একটি গণবিজ্ঞপ্তি জারি করে ব্যবস্থা নিতে।

পিডিবির কর্মকর্তারা বলেন, ‘গ্যাসের বিল দেওয়ার ক্ষেত্রে কোনও দিনই আমরা ডিমান্ড চার্জ পরিশোধ করিনি। এখন বিষয়টি একেবারেই নতুন। যেহেতু পিডিবি দেশের জন্য বিদ্যুৎ উৎপাদন করে এবং সরকারের কাছ থেকে ভর্তুকি নিয়ে চলতে হয়, সে ক্ষেত্রে বিষয়টির বিবেচনা হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। পিডিবির তরফ থেকে বিষয়টি নতুন বলা হলেও ডিমান্ড চার্জ পরিশোধ করার আদেশটি বিইআরসি দিয়েছিল ২০১৯ সালের ৩০ জুন। সে ক্ষেত্রে আদেশটি দেওয়ার তিন বছর ছয় মাস সময় পেরিয়ে গেছে। এরমধ্যে পিডিবির কাছে বিপুল পরিমাণ ডিমান্ড চার্জের অর্থ বকেয়াও পড়েছে। জ্বালানি বিভাগের তরফ থেকে বলা হয়েছে, কোনও কেন্দ্রে ডিমান্ড চার্জের কত বকেয়া রয়েছে তা পৃথক করে মন্ত্রণালয়কে জানাতে। পিডিবি এবং বিদ্যুৎ বিতরণ কোম্পানি ডিমান্ড চার্জ বাবদ প্রতি কিলোওয়াট বিদ্যুতে ৩৫ থেকে ১০০ টাকা পর্যন্ত আদায় করে। কিন্তু প্রতি ঘনমিটার গ্যাসের বিপরীতে ১০ পয়সা ডিমান্ড চার্জ পরিশোধ করছে না তারা। পিডিবির পাশাপাশি আবাসিক ছাড়া অন্য গ্রাহকদের ক্ষেত্রে একই হারে ডিমান্ড চার্জ ধরে দেয় বিইআরসি। কিন্তু সেই ডিমান্ড চার্জ তারা পরিশোধ করছে। কিন্তু সরকারি সংস্থা হওয়ায় পিডিবিকে কিছু বলতেও পারছে না। পাওয়ার পার্চেজ অ্যাগ্রিমেন্ট (পিপিএ) অনুযায়ী বেসরকারি বিদ্যুৎকেন্দ্রর গ্যাসের বিলও গ্যাস বিতরণ কোম্পানিকে সরাসরি দিয়ে থাকে পিডিবি। ফলে এখানেও বকেয়ার পরিমাণ একেবারে কম নয়।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।