মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এনার্জি চায়নার সাথে সমঝোতা ‘পটুয়াখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে আশুগঞ্জ কোম্পানী’


Published: 2017-07-15 12:00:55 BdST, Updated: 2024-04-23 13:12:33 BdST

বিজনেস ওয়াচ প্রতিবেদক:পটুয়াখালীতে ১,৩২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কয়লাভিত্তিক আল্ট্রা সুপার ক্রিটিক্যাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিমিটেড (এপিএসসিএল) এবং চায়না এনার্জি ইঞ্জিনিয়ারিং করপোরেশন লিমিটেড সংক্ষেপে এনার্জি চায়না এর মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। বৃহস্পতিবার ঢাকায় বিদ্যুৎ ভবনে ওই স্মারকে সই করেন এপিএসসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এমএম সাজ্জাদুর রহমান এবং এনার্জি চায়না পরিচালক ডং বিন। বর্তমানে আশুগঞ্জ পাওয়ার কোম্পানীর বিদ্যুৎ উৎপদনের ক্ষমতা ১,৮৭৬ মেগাওয়াট। অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, সাশ্রয়ী মূল্যে বিদ্যুতের অন্যতম মাধ্যম কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র।

পাওয়ার সিষ্টেম মাস্টার প্ল্যান অনুসারে, জ্বালানি বহুমুখীকরণের উপর গুরুত্বারোপ করে ২০৩০ সালের মধ্যে মোট উৎপাদিত বিদ্যুতের ৩০% কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মাধ্যমে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।

এই আলোকে সরকারি সাতটি, বেসরকারি সাতটি, জয়েন্ট ভেঞ্চারে আটটিসহ মোট ২২টি বিদ্যুৎ কেন্দ্র হতে ২০,০৫৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেয়া হয়েছে। ২০১৯ সাল থেকে শুরু করে ২০২১ সালে এসব কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। 

তিনি বলেন, শুধু কয়লায় নয় নবায়নযোগ্য জ্বালানিতেও আমরা এগুচ্ছি। স্রেডা নেট মিটারিং এর মাধ্যমে সোলার রূপটপ কাজে লাগিয়ে সৌর বিদ্যুৎ সম্প্রসারণের চেষ্টা করছে। এখন জাতীয় গ্রীডকে স্ট্যাবল ও স্মার্ট করার কাজ এগিয়ে চলছে।

এনার্জি চায়না বিভিন্ন দেশে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রসহ ৬০ টি ১,০০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন থার্মাল পাওয়ার প্ল্যান্ট স্থাপন করেছে।

চীনের এই প্রতিষ্ঠানটি বাংলাদেশে বিদ্যুৎ খাতে ইতোমধ্যে দোহাজারী ও হাটহাজারীতে ১০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দুটি পিকিং পাওয়ার প্লান্ট, বিবিয়ানায় ৩৪৪ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র, শাহজিবাজারে ৩৩০ মেগাওয়াট ও মেঘনাঘাটে ৩৩৭ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রের ইপিসি হিসেবে কাজ সম্পন্ন করেছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান খালেদ মাহমুদসহ বিদ্যুৎ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।