শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বেড়েছে দুই কোম্পানির শেয়ার দর


Published: 2022-08-04 22:30:36 BdST, Updated: 2024-04-19 18:29:06 BdST


নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে অস্বাভাবিকভাবে বাড়ছে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার দর। তবে এসব কোম্পানির দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে কোম্পানিগুলো স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

যেসব কোম্পানির শেয়ার দর মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই অস্বাভাকিভাবে দর বাড়ছে সেগুলো হলো: ওরিয়ন ইনফিউশন ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করপোরেশন লিমিটেড। কোম্পানিগুলোর শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে নোটিশ দেয় ডিএসই। নোটিশের জবাবে কোম্পানিগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, দর বাড়ার কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য প্রতিষ্ঠানগুলোর কাছে নেই।

শেয়ার দর পর্যালোচনায় জানা গেছে, গত ৫ জুলাই ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর ছিল ৯৩.৪০ টাকা। কোম্পানির শেয়ার দর বেড়ে গতকাল ৩ আগস্ট ১২৫.৫০ টাকায় বেচাকেনা হয়েছে। অপরদিকে, বিআইএফসির শেয়ার দর গত ৫ জুলাই ছিল ৬.৪০ টাকা। কোম্পানির শেয়ার দর বেড়ে গতকাল ৩ আগস্ট ১২.৪০ টাকায় বেচাকেনা হয়েছে। এভাবে অস্বাভাবিকভাবে দর বাড়ায় নোটিশ দেয় ডিএসই।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।