বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডিএসইর পিই রেশিও ০.৪২ শতাংশ বেড়েছে


Published: 2022-12-03 23:19:40 BdST, Updated: 2024-04-25 07:59:16 BdST


নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ০.৪২ শতাংশ বেড়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৪৫ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১৪.৫১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.০৬ পয়েন্ট বা ০.৪২ শতাংশ বেড়েছে। এর আগের সপ্তাহের শুরুতে (২০ থেকে ২৪ নভেম্বর) ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৫৬ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করে ১৪.৪৫ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.১১ পয়েন্ট বা ০.৭৬ শতাংশ কমেছিল।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।