বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

উৎপাদনে ফার কেমিক্যালের স্পিনিং ইউনিট


Published: 2022-12-26 23:05:34 BdST, Updated: 2024-04-24 09:24:56 BdST


নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ স্পিনিং ইউনিটে ৩০০ কোটি টাকার বিনিয়োগ করেছে। নতুন বিনিয়োগের ইউনিটটি বর্তমানে পুরোদমে উৎপাদনে রয়েছে। উৎপাদন বাড়ায় আগামীতে কোম্পানিটির মুনাফা বাড়ার সম্ভাবনা রয়েছে। সম্প্রসারণ প্রকল্প বিষয়ে কোম্পানির মার্কেটিং পরিচালক হুমায়ুন কবির বলেন, ফার গ্রুপ ১৯৯১ সাল থেকে সুনামের সঙ্গে গার্মেন্ট এবং রপ্তানিমুখী ব্যবসা করছে, সাম্প্রতিক বিশ্বব্যাপী মন্দার সময়েও সাহস নিয়ে গ্রুপটি নতুন সম্প্রসারণ ইউনিটের জন্য প্রায় ৩০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। কোম্পানি সচিব এ বি এম গোলাম মোস্তফা বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত কোম্পানিটির স্পিনিং ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শেষে গত ১৫ নভেম্বর থেকে সফলভাবে পুরোদমে উৎপাদন শুরু করেছে সম্প্রসারিত প্রকল্পের নতুন ইউনিটটি। কোম্পানি সূত্রে জানা গেছে, সম্প্রসারণ প্রক্রিয়া বাস্তবায়নে হওয়ার পর বছরে প্রায় ২৩০ কোটি টাকা টার্নওভার বাড়বে। এতে বছরে নতুন করে প্রায় সাড়ে ৩৪ কোটি টাকা নিট মুনাফা বা এক টাকা ৫৮ পয়সা ইপিএস যোগ হবে। ফলে দীর্ঘসময় পরে বিনিয়োগকারীদের নতুন করে আশার আলো দেখাচ্ছে নতুন এ সম্প্রসারণ প্রকল্প। গত বছরের ২৮ ডিসেম্বর ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ এসএফ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজের সঙ্গে একীভূত হওয়ার খসড়া প্রকল্প অনুমোদন করে। তবে চূড়ান্ত একীভূতকরণ নির্ভর করবে নিয়ন্ত্রক সংস্থা, শেয়ারহোল্ডার ও হাইকোর্টের অনুমোদনের ওপর।

এসএফ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজের উৎপাদন ইউনিট নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফার কেমিকেলের নিজস্ব জমিতে অবস্থিত। এসএফ টেক্সটাইল ২০১৬ সাল থেকে উৎপাদন করছে এবং এটির ৪২ হাজার ২৫০টি তুলা, ভিসকস এবং সিভিসি সুতা উৎপাদন করার ক্ষমতা রয়েছে। এসএফ টেক্সটাইলের অনুমোদিত মূলধন ২০১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১৫৭ কোটি টাকা। সবশেষ ২০২১ হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছিল ১ টাকা ৩১ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য ছিল ১৫ টাকা ২২ পয়সা। ফার কেমিক্যাল ২০১৪ সালে ডিএসইতে তালিকাভুক্ত হয়েছে। বর্তমানে কোম্পানিটির অনুমোদিত মূলধন ৩০০ কোটি এবং পরিশোধিত মূলধন ২১৮ কোটি টাকা। সবশেষ ২০২১ হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছিল ঋণাত্মক ১৬ পয়সা এবং সম্পদ মূল্য ১২ টাকা ৪ পয়সা। সাম্প্রতিক সময়ে ফার কেমিক্যাল নতুন করে প্রায় ৩০০ কোটি টাকা সম্প্রসারণের ঘোষণা দেয় এবং এতে করে কোম্পানিটির ইপিএসে ব্যাপক প্রবৃদ্বির সম্ভবনা রয়েছে, কোম্পানির দেওয়া সূত্রমতে বছরে ১ টাকা ৫৮ পয়সা ইপিএস যোগ হবে নতুন সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে। অপরদিকে এসএফ টেক্সটাইলের সাথে মার্জ অনুমোদন হলে কোম্পানিটি নিজস্ব জমিতে উৎপাদনের সুযোগ পাবে। ফলে ভাড়া বাবদ অনেক ব্যয় সংকোচন হবে। এছাড়া এসএফ টেক্সটাইলের আধুনিক মেশিনারিজ এবং দক্ষ জনবল ও ব্যাবহারের সুযোগ উন্মোচিত হবে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।