বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আধাঘণ্টায় ২০ কোটি টাকার লেনদেন, সূচক নিম্নমুখী


Published: 2023-01-03 23:15:38 BdST, Updated: 2024-04-25 21:07:31 BdST


নিজস্ব প্রতিবেদক : নতুন বছরের শুরুতেই দেশের শেয়ারবাজারে লেনদেন খরা প্রকট হয়ে উঠছে। সেই সঙ্গে দেখা দিয়েছে টানা দরপতন। বছরের প্রথম দুই কার্যদিবসে দরপতনের পর তৃতীয় কার্যদিবসও (মঙ্গলবার) লেনদেনের শুরুতে শেয়ারবাজারে মূল্যসূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। লেনদেনে অংশ নেওয়া যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে তার ২০ গুণের বেশি। সেই সঙ্গে লেনদেনে বেশ ধীরগতি রয়েছে। প্রথম আধাঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মাত্র আড়াই শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে প্রধান মূল্যসূচক কমেছে ১ পয়েন্ট। আর লেনদেন হয়েছে ২০ কোটি টাকার কিছু বেশি। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) প্রথম আধাঘণ্টার লেনদেন সূচক নিম্নমুখী। সেই সঙ্গে দাম বাড়ার তালিকার থেকে দাম কমার তালিকায় রয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। পাশাপাশি লেনদেনে রয়েছে ধীরগতি। এর আগে নতুন বছর ২০২৩ সালের প্রথম দুই কার্যদিবস রবি ও সোমবার সবকটি মূল্যসূচকের পতন হয়। সেই সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয় দুইশ কোটি টাকার কম। এতে বাজারটিতে আড়াই বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেনের ঘটনা ঘটে।

এ পরিস্থিতিতে মঙ্গলবার শেয়ারবাজারে লেনদেন শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমার তালিকায় নাম লেখায়। এরপরও লেনদেনের প্রথম ১০ মিনিট সূচক ঊর্ধ্বমুখী থাকে। তবে লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বড় হতে থাকে দরপতনের তালিকা। ফলে সূচকও ঋণাত্মক হয়ে পড়ে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০টা ৪৪ মিনিটে ডিএসইতে মাত্র ৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১০৯টির। আর ৯৫টির দাম অপরিবর্তিত। এতে ডিএসইর প্রধান সূচক কমেছে ১০ পয়েন্ট। তবে অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক কমেছে ২ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ্ সূচক ২ পয়েন্ট কমেছে। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে মাত্র ২৬ কোটি ৫১ লাখ টাকা। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭ পয়েন্ট কমেছে। লেনদেন হয়েছে ২ কোটি ৪ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ৫৯ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭টির, কমেছে ২৩টির এবং অপরিবর্তিত ২৯টির।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।