ন্যাশনাল লাইফের পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা
Published: 2023-08-30 17:47:36 BdST, Updated: 2024-10-12 14:33:04 BdST
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের এক পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির পরিচালক মো. শহিদুল ইসলাম ৩০০ টি শেয়ার ক্রয় করবেন। আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবে শহিদুল ইসলাম।
উল্লেখ্য, ন্যাশনাল লাইফের মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৫৫ দশমিক ৮৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরর কাছে ১৭ দশমিক ৭০ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে দশমিক ১৮ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৬ দশমিক ২৫ শতাংশ শেয়ার আছে।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।