বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সূচকের বড় উত্থানে সপ্তাহ শুরু


Published: 2018-02-11 23:22:33 BdST, Updated: 2024-04-25 10:36:07 BdST

বিজনেস ওয়াচ প্রতিবেদক: পুঁজিবাজারে আগের সপ্তাহের বড় পতনের আতঙ্ক কেটেছে। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার মূল্য সূচকের বড় ধরনের উত্থানে লেনদেন শেষ হয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আজ বেড়েছে ১২৮ পয়েন্ট।


বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনও বেড়েছে। এদিন ডিএসইতে ৪৫৫ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন থেকে প্রায় ১৫৪ কোটি ৮০ লাখ টাকা বেশি। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩০০ কোটি ৬৪ লাখ টাকা।


এদিন ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে মোট ৩৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৯৩টির, কমেছে ২৭টির। আর অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ার দর।


ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১২৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৪১২ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৩০ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৫৫ পয়েন্টে।


টাকার অংকে লেনদেনের শীর্ষে থাকা প্রধান ১০টি কোম্পানি হলো- লংকাবাংলা ফাইন্যান্স, আনোয়ার গ্যালভানাইজিং, স্কয়ার ফার্মা, মুন্নু সিরামিক্স, মার্কেন্টাইল ব্যাংক, ফার্মা এইড, আলিফ ইন্ডাঃ, কেয়া কসমেটিকস্, গ্রামীণফোন লিঃ ও সিটি ব্যাংক লিঃ।


দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো-মিরাকেল ইন্ডাঃ, আনোয়ার গ্যালভানাইজিং, ফাইন ফুডস্, সেন্ট্রাল ফার্মা, অগ্নি সিস্টেম লিঃ, মেট্রো স্পিনিং,দেশবন্ধু পলিমার, গ্রীনডেল্টা ইন্সুরেন্স, দেশ গার্মেন্ট ও ওয়েন্টার্ন মেরিন শিপইয়ার্ড।


অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: এশিয়া ইন্সুঃ, ইমাম বাটন, উসমানিয়া গ্লাস, দুলামিয়া কটন, মুন্নু সিরামিক্স, ইস্টার্ন ইন্সুঃ, মেঘনা পেট, ফারইস্ট ফাইন্যান্স, লিব্রা ইনফিউশন ও আলিফ ইন্ডাঃ।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।