শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএসইসি চেয়ারম্যান ড. এম. খাইরুল হোসেনের সাথে বৈঠককর্পোরেট গর্ভনেন্সের সংশোধন চায় বিএপিএলসি


Published: 2018-11-14 19:54:31 BdST, Updated: 2024-04-19 20:53:31 BdST

বিজনেস ওয়াচ প্রতিবেদক: শেয়ার বাজারের সার্বিক পরিস্থিতি তুলে ধরতে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান, ড. এম. খাইরুল হোসেনের সাথে বৈঠক করেছেন বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানির (বিএপিএলসি) একটি প্রতিনিধিদল। বিএপিএলসি’র প্রেসিডেন্ট আজম জে চৌধুরীর নেতৃত্বে সম্প্রতি সিকিউরিটিজ এক্সচেঞ্জ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সময় বিএসইসি’এর কমিশনারা ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বিএপিএলসি’র পক্ষ থেকে সম্প্রতি প্রকাশিত কর্পোরেট গর্ভনেন্সের কিছু গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ তুলে ধরে তা সংশোধন কথা জানান। সভায় অন্যান্যদের বিএসইসি-এর কমিশনার মোঃ হেলাল উদ্দিন নিজামি ও ড. স্বপন কুমার বালা, বিএপিএলসি’র  ভাইস প্রেসিডেন্ট ও  মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক আনিস এ. খান,  বিএপিএলসি’র সদস্য ও বারাকা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রাব্বানি চৌধুরী, ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রীজ লিমিটেডের  ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহ্মুদ, আমরা টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরহাদ আহমেদ, বাংলাদেশ হাউস বিল্ডিং সিস্টেমস লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আবু নোমান হাওলাদার, এ্যাপেক্স ফুডস ্লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার আহমেদ এবং  বিএপিএলসি’র সেক্রেটারি জেনারেল মোঃ আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।