শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াবে রাষ্ট্রায়ত্ত চার বাণিজ্যিক ব্যাংক


Published: 2020-01-19 06:21:16 BdST, Updated: 2024-04-20 04:01:27 BdST


বিজনেস ওয়াচ প্রতিবেদক:
পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াবে রাষ্ট্রায়ত্ত চার বাণিজ্যিক ব্যাংক। ১৬ জানুয়ারি বৃহস্পতিবার রাষ্ট্রায়ত্ব চার (সোনালী, অগ্রণী, জনতা ও রুপালী) ব্যাংকের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা সম্পাদক এন্ড সিইও’দের প্রতি ত্রৈমাসিক সভায় এ সিদ্ধান্ত হয়। সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের পর্ষদ কক্ষে রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংকের মধ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্য নিয়মিত বিষয়ে আলোচনার পাশাপাশি পুঁজিবাজারে বিনিয়োগের বিষয়টি আলোচনায় আসলে পুঁজিবাজারে বিনিয়োগ বৃদ্ধির মতামত প্রদান করা হয় এবং সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করা হয়।

 

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।