শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুর্গাপূজা ঘিরে ৫০ হাজার কোটি টাকার ব্যবসা পশ্চিমবঙ্গে


Published: 2022-10-14 01:48:36 BdST, Updated: 2024-04-19 12:52:45 BdST


বিজনেস ওয়াচ ডেস্ক : দুর্গাপূজা ঘিরে বরাবরই অন্যরকম এক উৎসবে মেতে ওঠে পশ্চিমবঙ্গ। তবে করোনা মহামারির কারণে গত দু’বছর উৎসবে ভাটা পড়েছিল। সেই ধাক্কা কাটিয়ে এবার আগের মতো উৎসব হয়েছে। আর এই উৎসব ঘিরে ৫০ হাজার কোটি টাকার ব্যবসা হয়েছে পশ্চিমবঙ্গে। বুধবার বিকেলে এ কথা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানকার পূজা উদ্যোক্তাদের সংগঠন ফোরাম ফর দুর্গোৎসব বলছে, অন্যান্য বছরের ব্যবসার পরিমাণকে ছাড়িয়ে গেছে এবারের পূজা। প্রায় তিন লাখ মানুষের আয় হয়েছে এ উৎসব ঘিরে। পশ্চিমবঙ্গে এবার প্রায় ৪৫ হাজার পূজা হয়েছে। তার মধ্যে চার হাজারের বেশি হয়েছে কলকাতা ও শহরতলির বুকে। স্পন্সনরশিপ বাবদ এসেছে প্রায় ৫০০ কোটি টাকা। রাজ্য সরকারও পূজা কমিটিগুলিকে ৬০ হাজার টাকা করে অনুদান দিয়েছে।

পরপর দু’বছর করোনা সংক্রমণের কারণে আয়োজন ঘিরে নানা বিধি-নিষেধ ছিল। ফলে শুধু প্রতিমা বা প্যান্ডেল নয়, পূজার সঙ্গে যুক্ত সবরকমের ব্যবসায় মন্দা ছিল। কিন্তু এবারের চিত্র ভিন্ন, ফলে গতি ফিরেছে ব্যবসায়। জামাকাপড়, জুতা ও অন্যান্য পোশাক সরঞ্জাম, খুচরা বাজার, হোটেল, রেস্তোরাঁ, পরিবহন, সিনেমা ও অন্যান্য বিনোদন, পণ্যের প্রচার, বিপণনসহ সর্ব খাতেই ভালো ব্যবসা হয়েছে এবার। একটি সমীক্ষা অনুযায়ী উৎসব ঘিরে ২০১৯ সালের চেয়ে ৫৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে পশ্চিমবঙ্গের অর্থনীতি। সমীক্ষা রিপোর্টে উল্লেখ করা হয়েছে, পশ্চিমবঙ্গের দুর্গাপূজো কেবল আনন্দ-উল্লাসের নয়, এই পূজা ঘিরে বিশাল অর্থনৈতিক কর্মযজ্ঞও হয়।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।