বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নবায়নযোগ্য জ্বালানিতে পোশাকশিল্পকে সাহায্য করবে হুয়াওয়ে টেক


Published: 2022-07-20 21:41:12 BdST, Updated: 2024-04-24 05:31:28 BdST


নিজস্ব প্রতিবেদক : হুয়াওয়ে টেকনোলজিস নবায়নযোগ্য জ্বালানিতে দেশের তৈরি পোশাকশিল্পকে সহযোগিতা করতে চায়। মঙ্গলবার (১৯ জুলাই) হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের একটি প্রতিনিধিদল গুলশানস্থ বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পিআর (জনসংযোগ) অফিসে সংগঠনের সভাপতি ফারুক হাসানের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা জানায়।

এ সময় বাংলাদেশের পোশাকশিল্প, বিশেষ করে পোশাক কারখানায় সোলার প্যানেল ব্যবহার করে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হুয়াওয়ে টেকনোলজিস ও বিজিএমইএ কীভাবে সম্ভাব্য সহযোগিতা দিতে পারে, সে বিষয়ে আলোচনা করা হয়। বৈঠকে হুয়াওয়ে প্রতিনিধিদল পোশাকশিল্পে বিশেষ করে এসএমই (ক্ষুদ্র ও মাঝারি শিল্প) প্রতিষ্ঠানগুলোতে সোলার পিন্ডি বাস্তবায়নের জন্য তাদের প্রস্তাবিত ওপেক্স ও ক্যাপেক্স মডেলের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরে।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, বাংলাদেশের পোশাকশিল্প টেকসই প্রবৃদ্ধির ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। উৎপাদনের পরিবেশগত ব্যয় হ্রাস ও সম্পদ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে এ শিল্পে। এর ফলে বাংলাদেশ আজ বিশ্বে সর্বোচ্চ সংখ্যক সবুজ পোশাকের আবাসস্থল হিসেবে শীর্ষস্থানে রয়েছে। এ সময় সাশ্রয়ী মূল্যে পোশাক কারখানায় উদ্ভাবনমূলক ও ব্যয় সাশ্রয়ী সৌর প্যানেল আনার জন্য হুয়াওয়ে টেকনোলজিসের প্রতি আহ্বান জানান ফারুক হাসান।

হুয়াওয়ে প্রতিনিধিদলে ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা প্যান জুনফেং (পিটার), বোর্ড সদস্য লি জংশেং (জোন) ও ব্যবস্থাপনা পরিচালক লিয়াং উইক্সিং প্রমুখ। বৈঠকে উপস্থিত ছিলেন বিজিএমইএ'র সহ-সভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, সহ-সভাপতি মো. নাসির উদ্দিন ও বিকেএমইএ'র সহ-সভাপতি ফজলে শামীম এহসান।

 

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।