সোমবার, ২৫ সেপ্টেম্বার, ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০

এফবিসিসিআই নির্বাচন কর্পোরেটদের হাতে জিম্মি থাকবে কিনা সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে


Published: 2023-07-16 18:25:01 BdST, Updated: 2023-09-25 09:08:52 BdST


মোহাম্মদ হোসেন: এফবিসিসিআই নেতা মানে পিকনিক আর জাতিসংঘের সাধারণ পরিষদে যাওয়ার জন্য নয়। আগামী ৩১ জুলাই কর্পোরেটদের হাতে জিম্মি হবে কিনা এ ব্যাপারে সজাগ থাকতে হবে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ ( এফবিসিসিআই) আসন্ন নির্বাচনকে সামনে রেখে সম্মিলিত ব্যাবসায়ী পরিষদের উদ্যেগে বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যায় ওয়ারী কমিউনিটি সেন্টারে নির্বাচনী প্রচারণা সভায় এসব কথা বলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফী। স্মার্ট বাংলাদেশ, স্মার্ট এফবিসিসিআই’ স্লোগানে নির্বাচনে অংশ নেওয়া সম্মিলিত ব্যবসায়ি পরিষদের আয়োজনে এ সভা পরিষদের আহ্বায়ক মীর নিজাম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় ওয়ারি ওয়ার্ড কাউন্সিলর আহমেদ ইমতিয়াজ মান্নাফী গৌরবসহ এফবিসিসিআই’র জিবি মেম্বাররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা সিলেকশন পদ্ধতি থেকে এবারে ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের আনন্দঘন পরিবেশ সৃষ্টির পেছনে যারা কাজ করেছেন তাদের ধন্যবাদ জানান। অনেকে দাবী নির্বাচন না হওয়ায় এফবিসিসিআই’র বর্তমানের অনেক নেতা এফবিসিসিআই’র জিবি মেম্বারদের চিনেন না। এফবিসিসিআই নেতৃবৃন্দের সঠিক হস্তক্ষেপ থাকলে বাজারে কাঁচা মরিচের মূল্য ১২০০ টাকা হতো না। সম্মিলিত ব্যাবসায়ী পরিষদের দাবী কাস্টমস, ইনকাম ট্যাক্স, ভ্যাট, এনবিআর, ব্যাংক সর্বোত্র ব্যাবসায়ীদের হয়রানি করে। কোন প্রকার মূল্যায়ন পাওয়া যায়না। তারা নির্বাচিত হভে এসব প্রতিকারে কার্যকর ব্যবস্থা নিবেন।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।