বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আয়কর রিটার্ন জমার সময়সীমা ২০ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর আহ্বান চিটাগাং চেম্বারের


Published: 2018-11-27 20:10:47 BdST, Updated: 2024-04-25 08:21:00 BdST

 

বিজনেস ওয়াচ প্রতিবেদক:
আয়কর রিটার্ন জমা দেয়ার সময়সীমা ২০ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করার আহ্বান জানিয়েছে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (সিসিসিআই)। সসিসিআই সভাপতি মাহবুবুল আলম আজ ২৭ নভেম্বর মঙ্গলবার এক পত্রের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া’র প্রতি আহবান জানান। চিঠিতে তিনি বলেন-দেশের অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ়করণ ও উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জাতীয় রাজস্ব বোর্ড আয়কর, মূসক ও শুল্কের মাধ্যমে রাজস্ব সংগ্রহ করে থাকে। এক্ষেত্রে বর্তমান সরকার ঘোষিত নতুন করদাতার সংখ্যা বৃদ্ধির কোন বিকল্প নেই। সর্বস্তরের করদাতাদের সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধিতে অংশগ্রহণ এবং কর প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে রিটার্ন দাখিলের সময়সীমা যৌক্তিকভাবে বৃদ্ধি করা যায়।

চেম্বার সভাপতি বলেন-সরকার এ বছরের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ০২ ডিসেম্বর নির্ধারণ করলেও অনেক করদাতার পক্ষে এই সময়ের মধ্যে রিটার্ন দাখিল করা সম্ভব হবে না। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্টতার কারণেও অনেকে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে পারবেন না বলে তিনি মনে করেন। এ প্রেক্ষাপটে, অধিক পরিমাণ রাজস্ব আদায়ের পাশাপাশি দেশে করবান্ধব পরিবেশ অক্ষুন্ন রাখার স্বার্থে উল্লেখিত বিষয়সমূহ বিবেচনাপূর্বক আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধির ব্যবস্থা গ্রহণের জন্য এনবিআর চেয়ারম্যানের প্রতি অনুরোধ জানিয়েছেন চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম।



 

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।