বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাল্টিসেক্টরাল শিল্প হাব হবে মুন্সীগঞ্জ: শিল্পমন্ত্রী


Published: 2022-05-22 20:27:09 BdST, Updated: 2024-04-24 06:27:34 BdST


নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জ জেলা মাল্টিসেক্টরাল শিল্প হাব হিসেবে গড়ে উঠবে।শিল্পমন্ত্রী শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি শনিবার (২১ মে) মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইছামতি নদীর তীরে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে এসে শিল্পমন্ত্রী এ কথা বলেন। এ সময় শিল্প সচিব জাকিয়া সুলতানা, বিসিক চেয়ারম্যান মুহা. মাহবুবুর রহমান,শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নূরুল আলম, যুগ্ম সচিব আনোয়ারুল আলম, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, প্রকল্প পরিচালক মুহাম্মদ হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।


শিল্পমন্ত্রী জানান, ২০২৩ সালের জুনের ভিতর মুন্সীগঞ্জের বিসিক কেমিক্যাল শিল্পপার্কের প্লট বরাদ্দ দেওয়া হবে। বিসিক কেমিক্যাল শিল্পপার্ক মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প। মুন্সীগঞ্জ জেলায় বিসিক কেমিক্যাল শিল্পপার্ক, বিসিক মুদ্রণ শিল্পপার্ক, বিসিক হালকা প্রকৌকল ও বৈদ্যুতিক পণ্য উৎপাদন শিল্পপার্ক, বিসিক প্লাস্টিক শিল্প পার্ক বাস্তবায়িত হচ্ছে। এছাড়াও ইতোমধ্যে বিসিক এপিআই শিল্পপার্ক বাস্তবায়িত হয়েছে। মুন্সীগঞ্জের বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রত্যক্ষভাবে ৮০ হাজার মানুষের কর্মসংস্থান হবে। সব মিলিয়ে পরোক্ষভাবে সাড়ে ৪ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে এই শিল্পপার্ক।বসিক চেয়ারম্যান মুহা. মাহবুবুর রহমান বলেন, বিসিক কেমিক্যাল শিল্পপার্ক হবে পরিবেশবান্ধব শিল্পপার্ক। এখানে আধুনিক ফায়ার ফাইটিং ব্যবস্থাসহ সকল আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করে কেমিক্যাল শিল্প উদ্যোক্তাদের প্লট বরাদ্দ প্রদান করা হবে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।