শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করপোরেশনের চিনির প্যাকেট নকল করে বাজারজাত করছে অসাধু ব্যবসায়িরা


Published: 2022-05-25 05:52:05 BdST, Updated: 2024-04-26 02:16:28 BdST


নিজস্ব প্রতিবেদক: চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) প্যাকেটজাত চিনির প্যাকেট নকল করে অবৈধভাবে বাজারজাত করছে কিছু অসাধু ব্যবসায়ি। এবিষয়ে ভোক্তা ও ক্রেতাদের সর্তক হওয়ার পরামর্শ দিয়েছে করপোরেশন। মঙ্গলবার (২৪ মে) করপোরেশনের সচিব চৌধুরী রুহুল আমিন কায়সার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পরামর্শ দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় চিনি ও খাদ্য শিল্প করপোরেশন সরাসরি আখ হতে চিনি উৎপাদন ও বাজারজাতকারী একমাত্র শিল্প প্রতিষ্ঠান। আখের চিনি ক্ষতিকর কেমিক্যালমুক্ত এবং ব্যবহারে সাশ্রয়ী হওয়ায় একশ্রেণীর অসাধু ও মুনাফালোভী ব্যবসায়ি করপোরেশনের ১ কেজির চিনির প্যাকেট নকল করে তাদের নিজস্ব নামে প্যাকেট করে অবৈধভাবে বাজারজাত করছে। এসব ব্যবসায়ি সেবার নাম করে ভোক্তাদের সাথে প্রতারণা করে আসছে। শুধু তাই নয় তাদের প্রতারণার শিকার মানুষ আর্থিক ও শারীরিকভাবেও ক্ষতিগ্রস্থ হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানান হয়।


বিজ্ঞপ্তিতে আরো বলা করপোরেশনের ১ কেজির প্যাকেটজাত চিনির মুল্য সর্বোচ্চ খুচরামূল্য ৮৫ টাকা লেখা সমৃদ্ধ সীলমোহর আছে। কিছু ব্যবসায়ি ও দোকানদার উক্ত সীলমোহর মুছে ফেলে সেখানে ইচ্ছেমত ১০০ টাকা হতে ১২০ টাকার সীলমোহর দিয়ে অবৈভাবে বাজারজাত করে আসছে। এতে করপোরেটে সুনাম ক্ষন্ন হওয়ার পাশাপাশি ভোক্তাদের বেশি দামি চিনি ক্রয়ে বাধ্য করছে। বিজ্ঞপ্তিতে এসব অসাধু ব্যবসায়ি ও দোকানদারদের এমন ঘৃণিত কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়। অন্যথায় করপোরেশনের ভাবমূর্তি সংরক্ষণ, দেশের জনগণের নিরাপদ স্বাস্থ্য সমুন্নত রাখার স্বার্থে তাদের বিরোদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করা হয়। এছাড়া ভোক্তা এবং ক্রেতাদেরকেও করপোরেশনের লোগো দেখে প্যাকেটজাত ‘আখের চিনি’ নির্ধারিত দরে ক্রয় করার অনুরোধ জানিয়েছে বিএসএফআইসি।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।