শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সোনা রপ্তানিতে ভরিপ্রতি প্রায় ১০ হাজার টাকার প্রণোদনা চায় বাজুস


Published: 2023-06-05 19:41:03 BdST, Updated: 2024-04-20 03:43:52 BdST



নিজস্ব প্রতিবেদক: সোনা রপ্তানিতে ভরিপ্রতি প্রায় ১০ হাজার টাকার প্রণোদনা চায় বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। সোমবার (৫ মে) বাজুস কার্যালয়ে বাজেটোত্তর এক সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যের বিশেষ প্রস্তাবনায় বলা হয়, বৈধভাবে সোনার বার, সোনার অলংকার ও সোনার কয়েন রপ্তানি উৎসাহিত করতে ২০ শতাংশ ভ্যালু এ্যাড করার শর্তে রপ্তানিকারকদের ভ্যালু এ্যাডের উপর ৫০ শতাংশ হারে আর্থিক প্রণোদনা দেয়াসহ অস্বাভাবিক শুল্কহার হ্রাস করে পার্শ^বর্তী দেশগুলোর সাথে শুল্কহার সমন্বয় করে এসআরও সুবিধা প্রদান এবং স্বর্ণ চোরাচালন প্রতিরোধে কাস্টমস কর্তৃপক্ষসহ আইনশৃংখলা প্রয়োগকারী সংস্থাকর্তৃক উদ্ধারকৃত মোট সোনার উপর ২৫ শতাংশ হারে পুরস্কার দেয়ার প্রস্তাব দেয়া হয়।
লিখিত বক্তব্যে বাজুসের সহসভাপতি আনোয়ার হোসেন বলেন, বর্তমানে মুল্যস্ফীতি এবং ডলারের বিনিময় মূল্যের কারণে ১১ দশমিক ৬৬৪ গ্রাম বা এক ভরি ২২ ক্যারেট সোনার মূল্য ৯৬ হাজার ৬৯৪ টাকা। এর সঙ্গে নুন্যতম মজুরী ৩৪৯৯ টাকা এবং তার সাথে ৫ শতাংশ হারে ৫৯০০ টাকার ভ্যাট যুক্ত হলে ভরি প্রতি স্বর্ণের দাম হয় ১ লাখ ৫ হাজার ২০৩ টাকা। উল্লেখ্য, বাজুসের এ হিসাবে ২০ শতাংশ হারে ভ্যালু এ্যাড হয়ে থাকলে রপ্তানির সময় এই ভ্যালু এ্যাডের উপর ৫০ শতাংশ হারে  প্রণোদনা দাবি করা হয়। সে হিসেবে ভরিপ্রতি প্রণোদনা দাঁড়াবে ১০ হাজার ৫০০ টাকা। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, প্রাক বাজেট আলোচনায় স্বর্ণ শিল্পের জন্য ১২টি প্রস্তাব দেয়া হয়েছিল, সেখান থেকে ১ প্রস্তাব গ্রহণ করা হয়েছে। যা জুয়েলারী শিল্পকে হুমকীর মধ্যে ফেলে দিয়েছে। সোনার অলংকার বিক্রির উপর ৫ শতাংশ ভ্যাট আরোপ ক্রেতাদের উপর বোঝা সৃষ্টি করেছে এবং ভ্যাট প্রদানে অনিহা তৈরি করেছে। তাই এ ভ্যাট প্রতিবেশী দেশের মতো ৩ শতাংশ করার প্রস্তাব দেন তিনি। তিনি আরো বলেন. বৈধভাবে সোনার চাহিদা পূরণ বড় বাধা হলো কাঁচামালের উচ্চমূল্য অকিরিক্ত উৎপাদন ব্যয়, শিল্প সংশ্লিষ্ট যন্ত্রপাতির উচ্চ আমদানি শুল্কের কারণে এ খাতে বিনিয়োগ বাধাগ্রস্ত করছে। বর্তমানে জুয়েলারী শিল্পের প্রায় সকলধরণের পণ্য ও যন্ত্রপাতি আমদানি শুল্ক ৩০ থেকে ৬০ শতাংশ হারে নির্ধারণ করা াাছে। যা স্থানিয় বাজারে অন্যান আরোপিত শুল্কের চেয়ে অনেক বেশি। এর ফলে ভোক্তাদেরকে আন্তর্জাতিক বাজারের চেয়ে বেশি দামে স্বর্ণালঙ্কার কিনতে হচ্ছে। এতে ছোট ছোট উদ্যোক্তরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। কত বেশি দরে কিনতে হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নে সঠিক কোন জবাব তিনি দেন নাই। সংবাদ সম্মেলনে অন্যানদের মধ্যে বাজুসের উপদেষ্টা রুহুল আমীন রাসেল, সহসম্পাদক সমিত ঘোষ, বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন ট্যারিফ এন্ড ট্যাক্সেশনের সদস্য সচিব পবন কুমার আগারওয়াল উপস্থিত ছিলেন।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।