শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ‘গ্লোবাল মানি উইক-২০১৭’ উদযাপন


Published: 2017-04-03 06:15:39 BdST, Updated: 2024-04-19 14:23:02 BdST

বিওয়াচ প্রতিবেদক : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং জবসবিডি ডট কমের যৌথ উদ্যোগে গ্লোবাল মানি উইক ২০১৭ উদযাপন করা হয়েছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ ব্যাংকের প্রধান পৃষ্ঠপোষকতায় শনিবার(১লা এপ্রিল) বিশ্ববিদ্যালয় মিলনায়তনে গোলটেবিল আলোচনা এবং গ্র্যান্ড সেলিব্রেশন অনুষ্ঠান আয়োজন করা হয়।   ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চাইল্ড এন্ড ইয়ুথ ফিনেন্স ইন্টারন্যাশনালের প্রধান সহয়তাকারী এবং জবসবিডি ডট কম প্রশিক্ষণ অংশীদার হিসোবে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর জনাব এস. কে. সুর চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম. ইসলাম, চাইল্ড এন্ড ইয়ুথ ফিনেন্স ইন্টারন্যাশনাল এর নেটওর্য়াক এ্যাডভাইজরি ম্যানেজার জনাব রেনে কারট্রিরো এবং জবসবিডি ডট কমের প্রধান নির্বাহী কর্মকর্তা কে .এম হাসান রিপন।

 

প্রধান অতিথির বক্তব্যে জনাব এস. কে. সুর চৌধুরী বলেন তরুণরাই জাতির ভবিষ্যৎ। গ্লোবাল মানি উইক উদযাপনের মধ্য দিয়ে তারা অর্থ উপার্জন, জীবন-জীবিকা, নিয়োগ-বিনিয়োগ ইত্যাদি সম্পর্কে সচেতন হবে। এমনকি নবীন উদ্যোক্তা হিসাবে গড়ে উঠার অনুপ্রেরণাও পায়। তিনি আরো বলেন, আমাদের দেশে এমন একটা সময় আসবে যখন প্রত্যেকটা মানুষের একটি করে ব্যাংক একাউন্ট থাকবে। ২০১৬ সালে অধিক সংখ্যক দেশ, প্রতিষ্ঠান এবং তরুণ-তরুনী গ্লোবাল মানি উইকে অংশগ্রহন করেছে এবং চলতি বছরেও সমান ভাবে তরুণ-তরুনী অংশগ্রহনের মাধ্যমে গ্লোবাল মানি উইকের কার্যক্রম আমাদের দেশের নতুন প্রজন্ম কে সঠিক ও সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যাবে।

 

মোঃ সবুর খান বলেন দেশে তরুণ প্রজন্মকে সঞ্চয়ী এবং মিতব্যায়ী করতে সচেতনতা বৃদ্ধির লক্ষে গত কয়েক বছর ধরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গ্লোবাল মানি উইক উদযাপন করে আসছে এবং এই ধারা অব্যাহত থকাবে।

 

মুলতঃ যুব সমাজকে উদ্যোক্তা তৈরীতে অনুপ্রাণিত এবং প্রশিক্ষিত করে তুলতে প্রতি বছর মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে চাইল্ড এন্ড ইয়ুথ ফিন্যান্স ইন্টারন্যাশনাল এর উদ্যোগে বিশ্বব্যাপী বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, সরকারি মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের সচেতন যুব সম্প্রদায়ের অংশগ্রহণে এ কর্মসূচী পালন করা হয়। বাংলাদেশেও গত কয়েক বছর ধরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এ কর্মসূচী পালন করে আসছে।

অনুষ্ঠানের ২য় পর্বে ‘ইয়ুথ ফাইনানসিয়াল এ্যাডুকেশন এন্ড ইক্লয়েশন” শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অংশ গ্রহণ করেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আবদুর রব, সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, রিচার্স এন্ড ডকুমন্টেশন এক্সপার্ট একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম এম. মোস্তাফিজুর রহমান খান, ন্যাশনাল হাউজিং ফাইনান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম. খলিলুর রহমান।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।