বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে জবি শিক্ষক চাকুরিচ্যুত


Published: 2017-07-10 12:55:43 BdST, Updated: 2024-04-25 18:14:00 BdST

বিজনেস ওয়াচ প্রতিবেদক:জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একাধিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক মীর মোশারেফ হোসেনকে চাকুরিচ্যুত করা হয়েছে। তিনটি তদন্ত কমিটির প্রতিবেদনে দোষী সাব্যস্ত হওয়ার পর রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ৭৪তম সিন্ডিকেট সভায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভিসি প্রফেসর ড. মীজানুর রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের একাধিক ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে একই বিভাগের শিক্ষক মীর মোশারেফ হোসেন (রাজীব মীর) এই চাকরিচ্যুত করা হয়।

গত বছরের ১১ এপ্রিল রাজীব মীরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠে। তার বিরুদ্ধে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন ওই বিভাগেরই কয়েকজন ছাত্রী। পরে ২৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ৭১তম সিন্ডিকেট সভায় রাজীব মীরকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ঘটনা তদন্তে গঠিত একাধিক কমিটি যৌন হয়রানির প্রমাণ পায় এবং কমিটির চূড়ান্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করেই রাজীব মীরকে চাকরিচ্যুত মতো দণ্ড দিলো সিন্ডিকেট সভা। তবে চাকরি হারানোর বিষয়ে রাজীব মীরের কোনো বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার তার মুঠোফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

এদিকে রাজীব মীরের শাস্তি চেয়ে ক্যাম্পাসে আন্দোলন করা এক ছাত্রনেতা বলেন, রাজীব মীরের চাকরিচ্যুতির মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আজ কলঙ্কমুক্ত হল। সে যে অপরাধী সেটি আজ প্রমাণিত হল, সত্য প্রতিষ্ঠিত হল। অপরাধী যত শক্তিশালীই হোক না কেন, কোন না কোন সময় সে ধরা পড়বেই।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।