শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ব্যবসা সম্প্রসারণের বড় প্লাটফর্মের কাজ করছে ডেনিম এক্সপো


Published: 2017-05-23 01:00:33 BdST, Updated: 2024-04-20 18:51:01 BdST

বিওয়াচ প্রতিবেদক: ৪৯ বিদেশী প্রতিষ্ঠানের অংশগ্রহণের মাধ্যমে শে হয়েছে রাজধানীতে দুই দিনব্যাপী ডেনিম এক্সপো। এক্সপোতে দেশের খ্যাতনামা যমুনা ডেনিমসহ ৯টি প্রতিষ্ঠানের উৎপাদিত কাপড় তৈরি শার্ট, জিন্স প্যান্ট, লেডিস শর্ট প্যান্ট বিদেশি ক্রেতাদের মন জয় করেছে এক্সপো বাংলাদেশের ডেনিম উৎপাদকদের ব্যবসা সম্প্রসারণের একটি বড় প্লাটফর্ম হিসেবে কাজ করছে।যার বড় প্রমাণ্ এবারের এক্সপোতে আরো ৪৯টি বিদেশি প্রতিষ্ঠান অংশ নেয়বৃহস্পতিবার (১৮ মে) এক্সেপোর শেষ দিন বিদেশি ক্রেতা তাদের প্রতিনিধিদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তারা ঘুরে ঘুরে বাংলাদেশী প্রতিষ্ঠানসমূহের উৎপাদিত ডেনিম কাপড় তৈরি পণ্যের মান যাচাই করেছেন। নতুন অনেক বিদেশি ক্রেতা বাংলাদেশী প্রতিষ্ঠাসমূহের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন

এবারের এক্সপোতে ক্রেতাদের সাড়া বিষয়ে জানতে চাইলে যমুনা ডেনিমের ব্যবস্থাপক (বিপণন) মনিরুজ্জামান বলেন, এক্সপোতে ১০ ধরনের ডেনিম কাপড় মেলায় প্রদর্শন করেছি। এসবের মধ্যে ছিল শেড, ওয়াশের ভ্যারাইটি আছে। তৈরি পণ্যের মধ্যে ডেনিমের জ্যাকেট, শার্ট, জিন্স প্যান্ট লেডিস শর্ট প্যান্ট। আড়াইশ মতো বিদেশি ক্রেতা তাদের দেশের প্রতিনিধিরা যমুনা স্টলে এসেছিলেন। তারা সবাই যমুনার তৈরি ডেনিম কাপড়ের কোয়ালিটির প্রশংসা করেছেন। নতুন অনেক বিদেশি ক্রেতা পরবর্তীতে একসঙ্গে ব্যবসা করার প্রতিশ্রুতি দিয়ে যোগাযোগের নম্বর নিয়ে গেছেন। সব মিলে এবারের মেলায় ক্রেতাদের ভাল সাড়া পেয়েছি

হা-মীম ডেনিমের সহকারী মহাব্যবস্থাপক মঞ্জুর এইচ বলেন, কয়েক বছর আগেও কম দামের ডেনিম কাপড় খুঁজতে ক্রেতারা বাংলাদেশে আসত। এখন অনেকটা সময় পাল্টেছে। তুরস্ক পাকিস্তানের মতো সর্বোচ্চ মানের কাপড় বাংলাদেশেই তৈরি হচ্ছে। অনেক বড় বড় উদ্যোক্তা নতুন করে ডেনিম উৎপাদনে যাচ্ছেন। পাশাপাশি গার্মেন্টসগুলোও ডেনিম পণ্য তৈরির দিকে ঝুঁকছে। এক্ষেত্রে যদি নিজেরা ফ্যাশনেবল ডেনিম পণ্য তৈরি করতে পারি তাহলে ভবিষ্যতে ডেনিমই হবে বাংলাদেশে প্রধান তৈরি পোশাক রফতানি খাত।  

তিনি আরো বলেন, এক্সপোতে আসার মূল উদ্দেশ্য হলো ডেনিমের ফিউচার ট্রেন্ড সম্পর্কে ধারণা নেয়া। বিদেশি প্রতিষ্ঠানগুলো কাপড়ের ক্ষেত্রে কী কী বৈচিত্র্য এনেছে এবং তৈরি পণ্যের পরিবর্তিত ফ্যাশন কেমন হচ্ছে সে ধারণা পেলে ভবিষ্যত পরিকল্পনা করতে সুবিধা হয়। এক্ষেত্রে ডেনিম এক্সপো একটি প্লাটফর্ম হিসেবে কাজ করে

এবারের এক্সপোতে বাংলাদেশ ছাড়াও ব্রাজিল, চীন, জার্মানি, হংকং, ভারত, ইতালি জাপানসহ ১১টি দেশের ৫৮টি ডেনিম কাপড় তৈরি পোশাক উৎপাদক এবং এক্সেসরিজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। যমুনা ডেনিমের মতো খ্যাতনামা বাংলাদেশের ৯টি ডেনিম কাপড় উৎপাদক প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করছে

বাংলাদেশ এ্যাপারেল এক্সচেঞ্জ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এক্সপোতে ৫২টি দেশের হাজার ২৯টি প্রতিষ্ঠানের হাজার ৫৪৫জন ক্রেতা তাদের দেশের প্রতিনিধিরা এসেছিলেন। বিদেশি ক্রেতাদের অধিকাংশই সরাসরি ক্রেতা। এদের অনেকে ভবিষ্যতে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা করতে আগ্রহ প্রকাশ করেছেন

মেলার আয়োজক বাংলাদেশ এ্যাপারেল এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজ উদ্দিন বলেন, বর্তমান সময়ে নেটওয়ার্কিং ছাড়া ব্যবসা সম্প্রসারণ সম্ভব নয়। আগে বাংলাদেশের উদ্যোক্তারা বিদেশে গিয়ে তাদের পণ্য প্রদর্শন করতে। কিন্তু ডেনিম এক্সপোর কারণে আন্তর্জাতিক বড় বড় ক্রেতারা এখন বাংলাদেশে এসে এখানকার উৎপাদিত ডেনিম কাপড় তৈরি পণ্য দেখছেন। এক্সপো বাংলাদেশের ডেনিম উৎপাদকদের ব্যবসা সম্প্রসারণের একটি বড় প্লাটফর্ম হিসেবে কাজ করছে। পাশাপাশি বিদেশিরাও এক্সপোর গুরুত্ব অনুধাবন করতে পেরে অংশ নিচ্ছেন। যার প্রমাণ এবারের এক্সপোতে ৪৯ বিদেশি প্রতিষ্ঠানের অংশ নেয়া

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।