বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রথমবারের মতো ইন্টেরিয়র লাইফস্টাইল টোকিওতে অংশ নিয়েছে বাংলাদেশ


Published: 2017-06-18 17:51:13 BdST, Updated: 2024-04-24 02:37:09 BdST

বিওয়াচ প্রতিবেদক:প্রথমবারের মতো ইন্টেরিয়র লাইফস্টাইল টোকিওতে অংশ নিয়েে বাংলাদেশ। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো (ইপিবি) বাংলাদেশের একটি প্যাভিলিয়ন নিয়ে ২০১৭ সালে এই ইন্টেরিয়র লাইফস্টাইল টোকিওতে অংশ নেয়। ১৪ থেকে ১৬ জুন টোকিওতে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর (ইপিবি) মাধ্যমে ৫ জন প্রদর্শক অংশ নিয়েছেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো: গোল্ডেন জুট, এএসকে হ্যান্ডিক্রাফট, সচেতন হ্যান্ডিক্রাফট, এ সিক্স এবং বেঙ্গল ব্রেইডেড রাগস লিমিটেড।
প্রদর্শনীতে সারাবিশ্বের বিভিন্ন দেশ থেকে বহু ক্রেতা-বিক্রেতা-দর্শনার্থী ভিড় জমায়। ইন্টেরিয়র এবং ডিজাইন এর দুনিয়ায় সবচেয়ে ভালো বি২বি প্লাটফর্ম হিসেবে ইন্টেরিয়র লাইফস্টাইল টোকিওর এই আয়োজনের সুনাম পৃথিবীজোড়া। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মেসে ফ্রাঙ্কফুর্ট এর আয়োজনে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো (ইপিবি) ইন্টেরিয়র লাইফস্টাইল টোকিও ২০১৭ তে অংশ নেয়। ইন্টেরিয়র লাইফস্টাইল টোকিওর এই ২৭ তম আয়োজনে পৃথিবীর ২২ টি দেশ থেকে ৭৮৯ জন প্রদর্শক, ৩০,০০০ দর্শনার্থীর কাছে তাদের নতুন ডিজাইনের পণ্যের প্রদর্শন করেছেন। এই প্রদর্শনীতে টেক্সটাইল সম্পর্কিত বিভিন্ন পণ্য যেমন, শোবার ঘরের টেক্সটাইল সামগ্রী, স্লিপ সিস্টেম/টেবিল এবং রান্নাঘরের জন্য প্রয়োজনীয় টেক্সটাইল সামগ্রী/ বাথরুমের জন্য প্রয়োজনীয় টেক্সটাইল সামগ্রী যেমন, টাওয়েল, পর্দা, সান ব্লাইন্ডস, জানালার জন্য ট্রিটমেন্ট সিস্টেম, কার্পেট, কম্বল, আসবাবপত্রের জন্য টেক্সটাইল পণ্য এবং চামড়াজাত পণ্য প্রদর্শন করা হয়। এছাড়াও ইন্টেরিয়র বা ঘর সাজানোর পণ্যের মধ্যে আছে: ওয়ালপেপার, ফ্লোরিং কভার করার উপকরণ, রান্নাঘরের সরঞ্জাম, বাথরুমের সরঞ্জাম। প্রদর্শনী চলাকালীন জাপানস্থ বাংলাদেশী অ্যাম্বাসেডর এইচ.ই. রাবাব ফাতিমা ইন্টেরিয়র লাইফস্টাইল টোকিওর বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন শেষে দর্শনার্থীদের ভিড় এবং বাংলাদেশী পণ্য নিয়ে তাদের আগ্রহ দেখে সন্তোষ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, জাপানে ইন্টেরিয়র লাইফস্টাইল টোকিওর সামনের আয়োজন আইএফএফটি ইন্টেরিয়র লাইফস্টাইল লিভিং ২০১৭ চলতি বছরের ২০-২২ নভেম্বর আবারো অনুষ্ঠিত হবে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।