শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্যারিসের টেক্সওয়াল্ড অ্যাপারেল সোর্সিংয়ে অংশ নিবে বাংলাদেশের ২৬ প্রতিষ্ঠান


Published: 2017-07-24 18:03:15 BdST, Updated: 2024-04-19 18:01:05 BdST

বিজনেস ওয়াচ প্রতিবেদক: সেপ্টেম্বরে প্যারিসের টেক্সওয়াল্ড অ্যাপারেল সোসিংয়ে অংশ নিবে বাংলাদেশের ২৬ প্রতিষ্ঠান। আগামী ১৮ থেকে ২১ সেপ্টেম্বর প্যারিসে এ ফেয়ার অনুষ্ঠিত হবে। টেক্সওয়ার্ল্ড-এর ৪১ তম পর্বটি হবে ফ্যাব্রিক এবং তৈরি পোশাকের সোর্সিং এর জন্য এখন পর্যন্ত ফ্রান্সে সবচেয়ে বড় প্রদর্শনী। অ্যাপারেল সোর্সিং এর সাথে সংযুক্ত হয়ে ২০১৬ সালের প্রদর্শনীতে মোট ১৫৩০ জন প্রদর্শক এই ফেয়ারে অংশ নেয়েছিল। বিশ্বের ১১০টি দেশ থেকে ১২,৯২৯ জন দর্শনার্থী আসেন২০১৬ সালের ওই ফেয়ারে। বাংলাদেশ এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর পক্ষ থেকে পঞ্চমবারের মতো এ ফেয়ারে অংশ গ্রহণ করছে। ইপিবির বাইরেও সরাসরি কিছু প্রকতষ্ঠান অংশগ্রহণ করছে। এর মধ্যে যাবের অ্যান্ড যুবায়ের এবং অন্য প্রদর্শকেরা এবারে দশম বারের মতো অংশ নিচ্ছেন এই প্রদর্শনীতে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দর্শনার্থী এবং ক্রেতা আসে যাদের অনেক বড় একটি অংশ এসেছে ব্রিটেন, ফ্রান্স, তুর্কি, স্পেন, ইটালি এবং জার্মানি থেকে। অ্যাপারেল সোর্সিং এর জন্য সবচেয়ে বড় দেশগুলোর কাছে এই প্রদর্শনীটি খুবই আকর্ষণীয়। চিন, ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, বাংলাদেশ, তাইওয়ান, ইথিওপিয়া, থাইল্যান্ড, শ্রীলংকা, নেদারল্যান্ড, তুর্কি, পর্তুগাল ইত্যাদি বহু দেশের সরকারই তাদের প্রদর্শকদের জন্য জাতীয় প্যাভিলিয়ন নিয়ে অংশ নিয়েছে এই প্রদর্শনীতে।

সেপ্টেম্বর প্যারিসের এ প্রদর্শনীতে বাংলাদেশ থেকে আকিজ টেক্সটাইল মিলস লিমিটেড, এনযে ফ্যাব্রিকস লিমিটেড, যাবের অ্যান্ড যুবায়ের ফ্যাব্রিকস লিমিটেড, আড়ং ডেনিমস লিমিটেড, এশিয়া লিঙ্ক ডিজাইন, অকো-টেক্স লিমিটেড, ব্যাক স্টেজ রেডি ওয়ার লিমিটেড, বেঞ্চ মার্ক অ্যাপারেলস লিমিটেড, বনিয়ান নিট ফ্যাশন লিমিটেড, কোজিয়ার টি, ডি.কে. নিটওয়ার লিমিটেড, ডিজিটাল সোয়েটার অ্যান্ড কম্পোজিট লিমিটেড, এক্সপো অ্যাপারেলস লিমিটেড, কিম্বার্লি অ্যাপারেলস, নিট এশিয়া লিমিটেড, এম.এন.এস. নিটওয়ার লিমিটেড, নিডল ফ্যাশন, নীর ফ্যাশন, পাকিজা নিট কম্পোজিট লিমিটেড, সুপারটেক্স মার্চেন্ডাইজিং কোম্পানি লিমিটেড, টিম লিমিটেড, টেক্স-এব ইন্টারন্যাশনাল, টেক্সিইউরোপ, টোডস প্রিন্টিং, ভার্চুয়াল নিটওয়ার, ইয়াসিন নিটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।