মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

২১ সেপ্টেম্বর থেকে তিন দিনব্যাপী যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ বাণিজ্য মেলা’


Published: 2018-09-08 20:40:04 BdST, Updated: 2024-04-23 12:18:52 BdST

বিজনেস ওয়াচ প্রতিবেদক: বাংলাদেশে মার্কিন বিনিয়োগকে উৎসাহিত করতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে তিন দিনব্যাপী  যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বাংলাদেশ বাণিজ্য মেলা। ‘রূপায়ণ এনআরবি গ্লোবাল কনভেনশন ও বাংলাদেশ বাণিজ্য মেলা’ নামে ‘এনআরবি ওয়ার্ল্ডওয়াইড ইনক্’ এমেলার আয়োজন করছে। জ্যাকসন হাইটসের ৩৭ এভিনিউ ও ৭৭ স্ট্রিটে পিএস-৬৯ এর মিলনায়তনে ২১ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় এর উদ্বোধন হবে। তা চলবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত । মেলার সময়সূচি অনুযায়ী শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা, শনি ও রোববার সকাল ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত স্টল খোলা থাকবে। একইসাথে দ্বিতীয় তলায় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার মিডিয়া পার্টনার ‘বাংলাদেশ প্রতিদিন’। বিশেষ সহযোগিতায় রয়েছে ‘চ্যানেল আই’। সম্মেলনে টাইটেল স্পন্সর হিসেবে বাংলাদেশ থেকে যোগ দিচ্ছে রিয়েল এস্টেট সংস্থা রূপায়ণ গ্রুপ। এছাড়া পূর্বাচল আমেরিকান সিটি, বেঙ্গল বিস্কুট, প্রাণ গ্রুপসহ বাংলাদেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠান এই মেলায় অংশ নেবে। ইনফিনিটি, জামদানী হাউস ও দেশি দশের মতো বাংলাদেশের পোশাক শিল্প সংস্থাও এই মেলায় যোগ দেবে বলে আয়োজকরা আশা করছেন। মেলায় প্রবাসে বুটিক নিয়ে যারা কাজ করেন, তাদের জন্যও হ্রাসকৃত মূল্যে স্টল থাকবে। সম্মেলনে সাতটি বিষয়ে সেমিনার থাকবে। এগুলো হলো- বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীর দেশে উত্তরণ, বৈধভাবে দেশে রেমিটেন্স পাঠানো ও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকা, আমেরিকায় বাংলাদেশের পণ্যের বাজার সম্প্রসারণ, বাংলাদেশে একটি স্বপ্নের নীড়: প্রবাসীদের বিনিয়োগ, বাংলাদেশ ডিজিটাল রেভ্যুলেশন: আউট সোর্সিং, কোয়ালিটি সার্ভিস অ্যান্ড লো কস্ট, হোম কেয়ার সেবা: প্রবাসীদের সচেতনতা এবং ইমিগ্রেশন সমস্যা: সমাধানের উপায়।

আয়োজক সংগঠনের পক্ষে বিশ্বজিত সাহা ৪ সোমবার জানান, সম্মেলনে থাকবে দেশ ও প্রবাসের শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশের স্বনামধন্য শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগমকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন বাংলাদেশের অভিনেত্রী শমী কায়সার, পশ্চিমবঙ্গের প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী শ্রেয়া গুহঠাকুরতা। সংগীত পরিবেশন করবেন নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশের বিশিষ্ট শিল্পী শাহ মাহবুব, শবনম আবেদী ও কৃষ্ণা তিথি।

বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে আমেরিকার মূলধারার ব্যবসায়ীদের যোগাযোগ স্থাপন ও ব্যবসা-বাণিজ্য বাড়াতে, বাংলাদেশের পণ্যকে আমেরিকার বাজারে তুলে ধরার লক্ষ্যে প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে নিউ ইয়র্কে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে বলে উদ্যোক্তারা জানান।

বাণিজ্য মেলা উপলক্ষে প্রকাশিত হবে ‘গ্লোবাল বিজনেস’ নামে একটি ম্যাগাজিন। তাতে থাকছে প্রবাসীদের সঙ্গে বাংলাদেশের সেতুবন্ধন স্থাপন করার লক্ষ্যে বিশেষ লেখা। থাকছে বাংলাদেশের যেসব পণ্য আমেরিকায় বাজারজাত করার সুযোগ রয়েছে, সেসব বিষয়ের ওপর বিশেষ বিশেষ রচনা। বিদেশি ও নতুন প্রজন্মকে বাংলাদেশ ভ্রমণে আকৃষ্ট করার লক্ষ্যে থাকবে বাংলাদেশের ওপর সচিত্র প্রতিবেদন।

ইতোমধ্যে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)’র সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দীন, বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার নির্বাহী সম্পাদক শহীদুজ্জামান খান, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক মনিরুল হক, বিজিএমইএ’র সহ-সভাপতি মোহাম্মদ নাসির, এফবিসিসিআই’র পরিচালক এবং ই কমার্সের প্রেসিডেন্ট শমী কায়সার,  রিহ্যাবের সহ-সভাপতি আহকম উল্লাহ ইমাম খান ও এমডি আবদুল কাইয়ুম চৌধুরী, রূপায়ণ গ্রুপের ভাইস-চেয়ারম্যান মাহির আলী খান, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোমেন এই বাণিজ্যমেলায় বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন বলে নিশ্চিত করেছেন উদ্যোক্তারা।

 

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।