বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১

আইবিএফবির ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


Published: 2018-11-07 20:47:36 BdST, Updated: 2024-04-17 00:57:58 BdST

বিজনেস ওয়াচ প্রতিবেদক: ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী  পালিত।   ৫ নভেম্বর সোমবার ঢাকার হোটেল রেডিসন ব্লু তে এ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়  অনুষ্ঠানে  আইবিএফবি এর সভাপতি, সহ-সভাপতি, পরিচালক বৃন্দ, সদস্য বৃন্দ ছাড়্ওা ঢাকায় অবস্থানরত  বিভিন্ন দেশের মান্যবর রাস্ট্রদূত, চার্জ দ্যা এাফায়ার্স, রাজনৈতিক নেত, উচ্চ পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা, বিশিষ্ঠ ব্যবসায়ী নেতা এবং সুশীল সমাজের বিশিষ্ঠরা উপস্থিত ছিলেন। জাতীয় সংগীতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়, আইবিএফবি এর সভাপতি হুমায়ুন রশীদ আগত অতিথিদের স্বাগত জানান। অতপর প্রতিষ্ঠনের সহ-সভাপতি মিসেস লুৎফুন্নেছা সাউদিয়া খান প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার জন্য অতিথিদের আমন্ত্রণ জানান এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন। কেক কাটার অনুষ্ঠানে অন্যদের মধ্যে আইবিএফবি’র সাবেক সভাপতি, হাফিজুর রহমান খান, সহসভাপতি এম এস সিদ্দিকি, সহ-সভাপতি লুৎফুন্নেছা সাউদিয়া খান এবং প্রাতষ্ঠানটির অন্নান্য পরিচালকদের মধ্যে ড. আলী আফজাল, মিসেস প্রীতি চক্রবর্তী,  মোঃ নাসির উদ্দিন, ড. মোঃ মুজিবর রহমান, এ ম শোয়েব চৈাধুরী, মোহাম্মদ আলী দিন, শাহ আলম বাবুল, ড. এ এফ এম মতিউর রহমান, প্রকৈাশলী উঁৎপল কুমার দাস, ড. মোহাম্মদ আব্দুল মজিদ এবং হেলাল আহমেদ চৈাধুরী উপস্থিত ছিলেন। বিদেশী অতিথিদের  মধ্যে চার্জদ্যা এফায়ার্স ইউ এস এম্বাসি জোয়েল রেইফম্যান, ইউএস এম্বাসির কমাসিয়াল অফিসার জিম টাউন, মালদীপের রাষ্ঠ্রদূত আইসাদ সান সাকিরসহ অনেক বিদেশী দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।