বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মুহম্মদ হাবিবুর রহমান খানের সেবা পদক লাভ


Published: 2018-11-25 17:11:03 BdST, Updated: 2024-04-18 10:57:30 BdST


বিজনেস ওয়াচ প্রতিবেদক: বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)’র নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মুহম্মদ হাবিবুর রহমান খান, বিএসপি, এনডিসি, পিএসসি বিশিষ্ট সেবা পদক (বিএসপি) লাভ করেছেন। বাংলাদেশ সেনাবাহিনী ও জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাকে এই পদকে ভূষিত করে। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি গত ২২ নভেম্বর ঢাকা সেনানিবাসে আয়োজিত একটি অনুষ্ঠানে এই পদক প্রদান করেন। মেজর জেনারেল মুহম্মদ হাবিবুর রহমান খান, বিএসপি, এনডিসি, পিএসসি বিভিন্ন পরিসরে দায়িত্ব পালনকালে কর্তব্যনিষ্ঠা, দক্ষ ব্যবস্থাপনা, আর্তমানবতার সেবা, দেশের স্বার্থে প্রসংশনীয় উদ্যোগ এবং সেনাবাহিনী তথা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি সততা, কষ্ট সহিষ্ণুতা, বাস্তবমুখী ও সময়োপযোগী ত্বরিত কর্ম-পরিকল্পনা এবং অত্যন্ত উঁচুমানের পেশাগত জ্ঞানের সঠিক প্রয়োগের মাধ্যমে বাংলাদেশ জরিপ অধিদপ্তরের সার্ভেয়ার জেনারেল অফ বাংলাদেশ, মিলিটারী ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি এর কমান্ড্যান্ট, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন-চীফ হিসেবে দায়িত্ব পালনকালে ৫০০ শয্যা বিশিষ্ট কুর্মিটোলা হাসপাতাল নির্মাণ, মিরপুর সেনানিবাসস্থ এনডিসি এর জন্য বাসস্থান নির্মাণ, সিএমএইচ, ঢাকার সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্প, হাতিরঝিল প্রকল্প, মিরপুর-এয়ারপোর্ট রোড ফ্লাইওভার প্রকল্প, বিএমএ বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মাণ ও রামু-উখিয়া বৌদ্ধ বিহার ও মন্দির নির্মাণ প্রকল্পসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সেনাবাহিনী ও জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
বেপজার নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে ইপিজেডসমূহে বিনিয়োগ, রপ্তানি ও কর্মসংস্থানের ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি সাধিত হয় যা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার মাধ্যমে বেপজাকে একটি স্বতন্ত্র ও মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে। তিনি ইপিজেডসমূহে জায়গার স্বল্পতার কারণে বিনিয়োগকারীদের জন্য বিদ্যমান কারখানা ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ ও বহুতল কারখানা ভবন নির্মাণ এবং বেপজা অর্থনৈতিক অঞ্চল, মিরসরাই প্রকল্পসহ বহু প্রকল্পের দ্রুত ও সফল বাস্তবায়নের মাধ্যমে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।