বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১

শিশুদের চিকিৎসায় বিএসএমএমইউতে দুই বিদেশি চিকিৎসক


Published: 2017-03-02 20:31:43 BdST, Updated: 2024-04-17 04:33:58 BdST

বিওয়াচ প্রতিবেদক: জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুদের চিকিৎসা দিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আসছেন দুই দেশের দুই বিশেষজ্ঞ চিকিৎসক। আগামী ১১ ও ১২ মার্চ তারা চিকিৎসা সেবা দেবেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিশু কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন বলেন, প্রখ্যাত চিকিৎসক ডু নগুয়েন টিন (ভিয়েতনাম) ও চিকিৎসক আই বি বিজয়ালক্ষী (ভারত) আগামী ১১ ও ১২ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে অবস্থান করবেন।

তিনি বলেন, বাংলাদেশে জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুদের অবিভাবকদের শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডি ব্লকের ৪০৪ নম্বর কক্ষে বা ৯৬১২৬৫৩ (অফিস), মোবাইলঃ ০১৯৪৮২৮৭৬২৪, ০১৭১৪২৭৭২৭২, ০১৮১৭২৯১৫১৪, ০১৯৩৩২৪৪৭৪৪ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের পেডিয়াট্রিক কার্ডিওলজি ইউনিটে শিশু হৃদরোগের সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ বিদ্যমান। কিছু জটিল বিষয়ে সহযোগিতা করতে ওই দুই বিশেষজ্ঞ চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আসছেন।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।