মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রতিবন্ধী ও বয়স্ক ব্যক্তিদের নিরাপদ পানির অবস্থা মূল্যায়নে সমীক্ষার উদ্যোগ


Published: 2022-09-14 07:17:33 BdST, Updated: 2024-04-16 10:35:37 BdST

নিজস্ব প্রতিবেদক: আইসিডিডিআর,বি ও বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান)-এর যৌথ উদ্যোগে দেশব্যাপী প্রতিবন্ধী, ও বয়স্ক ব্যক্তিদের নিরাপদ পানি, পয়োনিষ্কাশন, ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) বিষয়ক সার্বিক অবস্থা মূল্যায়নে একটি কর্মসূচি পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) এই উপলক্ষে ঢাকার গুলশানের হোটেল লেক ক্যাসেলে কর্মসূচির উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে। আইসিডিডিআরবি জানায়, প্রতিবন্ধী এবং বয়স্ক ব্যক্তিরা বিশ্বের জনসংখ্যার একটি বড় অংশ হলেও, অধিকাংশ সময়ই তারা সামাজিক ও অর্থনৈতিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে থাকে। তাদের এই প্রতিবন্ধকতাগুলো নিরাপদ পানি, পয়োনিষ্কাশন, স্বাস্থ্যবিধি এবং স্বাস্থ্যসেবা বিষয়ক সুবিধা প্রাপ্তিকে সীমিত করে তুলেছে। উপরন্তু, কোভিড-১৯ এই পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তি, এবং বয়স্ক ব্যক্তিদের নিরাপদ পানি, পয়োনিষ্কাশন, স্বাস্থ্যবিধি ও মাসিক-কালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা (এমএইচএম) বিষয়ক অভিজ্ঞতা এবং পরবর্তীতে করণীয় সম্পর্কে সীমিত সংখ্যক গবেষণা হয়েছে। ফলস্বরূপ, নীতিনির্ধারণী পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যথাযথ তথ্য স্বল্পতা রয়েছে। এবিষয়ে আরও ধারণা লাভের উদ্দেশে গবেষণাটি পরিচালিত হবে।

বাংলাদেশের আটটি প্রশাসনিক বিভাগে চলতি বছরের নভেম্বর থেকে আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত জনসংখ্যাভিত্তিক সমীক্ষাটি পরিচালিত হবে। এই গবেষণায় স্ক্রিনিং এর মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তি শনাক্তকরণ এবং তাদের মধ্য থেকে ন্যূনতম ৬৫৬ জন প্রতিবন্ধী ব্যক্তি ও সমান সংখ্যক অপ্রতিবন্ধী ব্যক্তিদের (লিঙ্গ এবং বয়সের সাথে মিল থাকবে) নিয়ে সমীক্ষাটি সম্পন্ন করা হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রতিষ্ঠান ও প্রতিবন্ধীতা) শিবানী ভট্টাচার্য্য। সভায় সভাপতিত্ব করেন আইসিডিডিআর,বি-র ইনফেকশাস ডিজিজেস ডিভিশনের অন্তর্গত এনভায়রনমেন্টাল ইন্টারভেনশন্স ইউনিটের (ইআইইউ) প্রধান প্রকল্প সমন্বয়কারী ডা. মো. মাহবুবুর রহমান। সমীক্ষাটির নেতৃত্ব দেবে আইসিডিডিআর,বি।অর্থায়ন করছে লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন (এলএসএইচটিএম) এবং ফরেন, কমেনওয়েলথ অ্যান্ড ডেভেলমেন্ট অফিস (এফসিডিও)। গবেষণাটির প্রধান গবেষক আইসিডিডিআর,বি-র ইআইইউ-র অ্যাসোসিয়েট সাইন্টিস্ট মাহবুব উল আলম। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য স্বেচ্ছাসেবী সংস্থা বি-স্ক্যান বাংলাদেশে এই গবেষণাটি বাস্তবায়ন করছে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।